বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে জেরবার রাজ্য। একদিকে চাকরির দাবিতে কলকাতার রাজপথে চলছে যোগ্য প্রার্থীদের ধর্ণা, অন্যদিকে আদালতে চলছে যোগ্য বিচারের দাবিতে মামলা। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত এক মামলায় বেআইনি ভাবে নিযুক্ত শিক্ষকদের সরিয়ে শূন্যপদ তৈরি করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)।
ভরা এজলাসে বিচারপতির কড়া নির্দেশ, বেআইনি ভাবে নিযুক্ত শিক্ষকদের সরিয়ে যোগ্য প্রার্থীদের চাকরির ব্যবস্থা করতে হবে। আর সে দায়িত্ব নিতে হবে স্কুল সার্ভিস কমিশন (SSC) কেই। বিচারপতির পর্যবেক্ষণ, যেহেতু ক্ষমতা এসএসসির হাতেই রয়েছে তাই নিজেদের ক্ষমতা ব্যবহার করে সেই কাজ করতে হবে এসএসসি-র চেয়ারম্যানকে।
প্রসঙ্গত, পূর্বেই বেনিয়মে নিযুক্ত হওয়া শিক্ষকদের স্কুলে ঢুকতে না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। আর এবার আরও কঠোর বিচারপতির নির্দেশ। বৃহস্পতিবার অযোগ্য শিক্ষকদের ছেঁটে, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করে শূন্যপদ তৈরি করার নির্দেশ দিলেন বিচারপতি।
তাঁর কথায় , ‘‘এসএসসির সেই ক্ষমতা রয়েছে। তাই তারা তা প্রয়োগ করুক। পড়ুয়াদের কথা ভাবতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব, অযোগ্যদের সরিয়ে যোগ্যদের চাকরি পাইয়ে দিতে হবে। না হলে শিক্ষকের অভাবে ধুঁকবে স্কুলগুলি।’’ পাশাপাশি কত শূন্যপদ তৈরি করা হল, তা সোমবারের মধ্যেই আদালকে জানাতে হবে এসএসসির, এমনটাই নির্দেশ বিচারপতির। তার পর্যবেক্ষণ, উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট প্রকাশের পর, বেআইনি ভাবে যেসব শিক্ষকদের নিয়োগ করা হয়েছে বলে খবর রয়েছে, এ বার অবিলম্বে তাদের অপসারণের প্রক্রিয়া শুরু করতে হবে।