“প্রণাম কুনালকে, তিনি যে এত বড় ভবিষ্যৎ বক্তা জানা ছিল না,” মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

বাংলাহান্ট ডেস্ক : বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly) এজলাস থেকে নিয়োগ দুর্নীতি মামলা সরানোর অর্ডার আসার পরেই শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফ থেকে এই নির্দেশিকা আসার পর নিজের এজলাসে বসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “প্রণাম জানাব কুণাল ঘোষকে (Kunal Ghosh)। তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা মিলে গেছে।”

পাশাপাশি তিনি আরোও উল্লেখ করেন, “কুণাল ঘোষ যে এত বড় ভবিষ্যৎ বক্তা আমার জানা ছিল না। যেমন করেই হোক প্রণাম পৌঁছে দেবেন।” বিচারপতি গাঙ্গুলীর এই মন্তব্যের পরেই সাংবাদিক বৈঠক করেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। বিচারপতির কথা শোনার পর কুণাল ঘোষও পাল্টা প্রণাম জানিয়েছেন বিচারপতি গাঙ্গুলীকে। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ স্পষ্ট করে দিয়েছেন যে বিচারপতি গাঙ্গুলীর সাথে তার ব্যক্তিগত কোনও বিরোধ নেই।

সাংবাদিক বৈঠকে বিচারপতির প্রণাম প্রসঙ্গে কুনাল বলেন, “বিচারপতি গাঙ্গুলিকেও আমার তরফ থেকে শ্রদ্ধা, প্রণাম। আমার ব্যক্তিগত কোনও বিরোধ নেই বিচারপতি গাঙ্গুলির সাথে। তিনি চেয়ারে বসে মামলার বিচারক হিসেবে যা যা করেছেন… তার মধ্যে যদি কোনও অন্যায় দেখে তদন্তের নির্দেশ দেন… যে অন্যায় করেছে, তার প্রতি কড়া ব্যবস্থা নেন… সেক্ষেত্রে আমি বা আমরা (তৃণমূল) তা ডিফেন্ড করতে যাব না।”

justice ganguly and kunal ghosh 2

বিচারপতিকে প্রণাম জানালেও এদিনের সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ কিন্তু তাকে খোঁচাও দেন। তার সাথে বিচারপতির আপত্তি বা বিরোধের ব্যাপারে বলতে গিয়ে কুণাল বলেন, “বিচারপতির চেয়ারে বসে উনি আমার দলের নেতা-নেত্রী সম্পর্কে কিছু অবাঞ্চিত মন্তব্য করেছেন। যার সাথে আইনের কোনও সম্পর্ক নেই। দলের মুখপাত্র হিসেবে আমি তার বিরোধীতা করেছি। এর বাইরে ওনাকে শুভেচ্ছা ও প্রণাম।”

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর