বাংলাহান্ট ডেস্ক : দেশের শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি পদে এবার একজন বাঙালি। আগামী ২০৩১ সালে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হতে চলেছেন বিচারপতি জয়মাল্য বাগচী (Justice Joymalya Bagchi)। চলতি বছরের মার্চ মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি হিসেবে তাঁর নাম অনুমোদন করেন রাষ্ট্রপতি। তারপরেই এই মর্মে বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইন মন্ত্রক। সব ঠিক থাকলে ২০৩১ সালের মে মাসে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি হতে পারেন তিনি।
সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি পদে বাঙালি বিচারপতি
উল্লেখ্য, বিচারপতি জয়মাল্য বাগচী দীর্ঘদিন কলকাতা হাইকোর্টে থাকলেও কখনও প্রধান বিচারপতি পদে ছিলেন না। সাধারণত দেশের বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের মধ্যে থেকেই শীর্ষ আদালতের (Supreme Court) প্রধান বিচারপতি নিয়োগ করা হয়। কিন্তু বিচারপতি জয়মাল্য বাগচীর ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে। মূলত, মেধা, কর্মদক্ষতার মতো বিষয়কে মান্যতা দিয়েই তাঁর নাম প্রস্তাব করা হয়েছে কলেজিয়ামের তরফে।
কতদিন থাকবেন শীর্ষ পদে: ২০১১ সালে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন বিচারপতি জয়মাল্য বাগচী। ২০২১ সালের জানুয়ারি মাসে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও নভেম্বরেই আবার ফিরিয়ে আনা হয় কলকাতায়। দীর্ঘ ১৩ বছর তিনি কাজ করেছেন কলকাতা হাইকোর্টে। ২০৩১ এর ২৬ শে মে সুপ্রিম কোর্টের (Supreme Court) শীর্ষ বিচারপতি হতে পারেন তিনি। শীর্ষ পদে তাঁর কর্মজীবনের মেয়াদ হবে পাঁচ মাস। ওই বছরই অক্টোবরে অবসর নেবেন বিচারপতি বাগচী। বর্তমানে তিনি ছাড়াও সুপ্রিম কোর্টে (Supreme Court) বাঙালি বিচারপতি হিসেবে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত।
আরও পড়ুন : খরচ হবে ১২,০০০ কোটি টাকারও বেশি! ভারতে শুরু হচ্ছে ৪ টি নতুন রেল প্রকল্প, বিহার-আসামে নতুন লাইন
পরবর্তী বিচারপতিদের তালিকায় কারা: সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি বিআর গবই আগামী নভেম্বর পর্যন্ত থাকবেন ওই পদে। তারপর প্রধান বিচারপতি হতে পারেন বিচারপতি সূর্য কান্ত। ২০২৭ এর ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ওই পদে থাকার পর আসতে পারেন বিচারপতি বিক্রম নাথ। তারপর একে একে শীর্ষ আদালতের (Supreme Court) সম্ভাব্য প্রধান বিচারপতিদের তালিকায় নাম রয়েছে বিচারপতি বিভি নাগরত্ন, বিচারপতি পিএস নরসিংহ, বিচারপতি জেবি পারদিওয়ালা, বিচারপতি কেভি বিশ্বনাথন, বিচারপতি জয়মাল্য বাগচী এবং তারপর বিচারপতি বিপুল পাঞ্চোলি।
আরও পড়ুন : ব্লক সভাপতি পদের জন্য তিন লক্ষ? তৃণমূল বিধায়ক মুকুটমণির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! ভাইরাল অডিয়ো ঘিরে শোরগোল
প্রসঙ্গত, সম্প্রতি পটনা হাইকোর্টের প্রধান বিচারপতি পাঞ্চোলির নাম মনোনয়ন করা নিয়ে আপত্তি প্রকাশ করেছিলেন কলেজিয়ামের অন্যতম সদস্য বিচারপতি নাগরত্ন। বিচারবিভাগীয় অনৈতিকতার অভিযোগ উঠেছিল বিচারপতি পাঞ্চোলির বিরুদ্ধে। তবে প্রধান বিচারপতি গবই সহ অন্যদের আপত্তি না থাকায় তাঁর নাম প্রস্তাবিত হয়। আর কেন্দ্রের অনুমোদন মেলায় আর কোনও বাধাই থাকছে না।