বাংলা হান্ট ডেস্কঃ কে হবেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? এই নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল জল্পনা। সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) বর্তমান প্রধান বিচারপতি (CJI) বি আর গাভাই আনুষ্ঠানিকভাবে তাঁর উত্তরসূরির নাম ঘোষণা করলেন। সূত্রের খবর, বি আর গাভাই কেন্দ্রীয় সরকারের কাছে সেই নামের প্রস্তাব পাঠিয়েছেন।
সুপ্রিম কোর্টের (Supreme Court) পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কার নাম সুপারিশ করেছেন বি আর গাভাই?
সূত্রের খবর, সুপ্রিম কোর্টের (Supreme Court) বর্তমান বিচারপতি বি আর গাভাই বিচারপতি সূর্য কান্তের নাম কেন্দ্রীয় সরকারের কাছে সুপারিশ করেছেন। আগামী ২৩ নভেম্বর অবসর নিচ্ছেন সিজেআই গবই। তার আগেই প্রথা মেনে এই সুপারিশ পাঠানো হয়েছে আইন মন্ত্রকের কাছে।
প্রথা মেনে গবইয়ের সুপারিশ
ভারতের বিচারব্যবস্থার রীতি অনুযায়ী, বর্তমান প্রধান বিচারপতি অবসরের আগে তাঁর উত্তরসূরি হিসেবে সুপ্রিম কোর্টের (Supreme Court) বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। বর্তমানে বিচারপতি বিআর গবইয়ের পরে বিচারপতিদের তালিকায় সবচেয়ে সিনিয়র হলেন বিচারপতি সূর্য কান্ত। ফলে তাঁর নামই নতুন সিজেআই হিসেবে মনোনীত হওয়া প্রায় নিশ্চিত ছিল। সোমবার সেই আনুষ্ঠানিক ঘোষণা করলেন বর্তমান প্রধান বিচারপতি গবই।
উল্লেখ্য, ২০১৯ সালের ২৪ মে থেকে বিচারপতি হিসাবে সুপ্রিম কোর্টে (Supreme Court) দায়িত্ব পালন করছেন সূর্য কান্ত। সব কিছু ঠিকঠাক থাকলে, আগামী ২৪ নভেম্বর তিনি ভারতের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেবেন বলে জানা যাচ্ছে। তাঁর কার্যকাল থাকবে এক বছরের কিছু বেশি সময়, প্রায় ১৪ মাস। ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি তিনি অবসর নেবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে।
পরবর্তী কয়েক বছর প্রধান বিচারপতি পদে কারা থাকবেন?
বর্তমান প্রধান বিচারপতি বি আর গাভাই গত ১৪ মে দায়িত্ব গ্রহণ করেন। ৬ মাসের মাথায় নভেম্বরেই অবসর নিচ্ছেন তিনি। বিচারপতি সূর্য কান্তের পরে প্রধান বিচারপতির পদে আসার কথা যাঁদের, তাঁদের তালিকাও প্রায় নির্ধারিত।
- ২০২৭ সালের ১০ ফেব্রুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত থাকবেন বিচারপতি বিক্রম নাথ।
- এরপর ২৪ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দায়িত্ব নেবেন বিচারপতি বিভি নাগরত্ন।
- ২০২৭ সালের ৩০ অক্টোবর থেকে ২০২৮ সালের ২ মে পর্যন্ত থাকবেন বিচারপতি পিএস নরসিংহ।
- এরপর বিচারপতি জেবি পারদিওয়ালা (৩ মে ২০২৮ – ১১ অগস্ট ২০৩০)
- বিচারপতি কেভি বিশ্বনাথন (১২ অগস্ট ২০৩০ – ২৫ মে ২০৩১)
- বিচারপতি জয়মাল্য বাগচী (২৬ মে ২০৩১ – ২ অক্টোবর ২০৩১)
- বিচারপতি বিপুল পাঞ্চোলি (৩ অক্টোবর ২০৩১ – ২৭ মে ২০৩৩)
এনারা পরপর দেশের প্রধান বিচারপতির পদে দায়িত্ব নেবেন।

এইভাবে আগামী কয়েক বছর ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের (Supreme Court) নেতৃত্বে কারা থাকবেন, তার একটা পূর্ণ রূপরেখা তৈরি করা হয়েছে।













