আন্তর্জাতিক মঞ্চে ফের বিতর্কে চিন! G20 সামিটে জাস্টিন ট্রুডো-জিনপিং-এর বিবাদ, ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্ক : তুলকালাম আন্তর্জাতিক রাজনীতি। জি২০ (G20 Summit)র মঞ্চে কানাডার (Canada) প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে (Justin Trudeau) ‘ধমক’ দিতে দেখা গেল চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে (She Jinping)। সেই ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। জানা গিয়েছে, দ্বিপাক্ষিক বৈঠকের আলোচ্য বিষয় মিডিয়ার কাছে প্রকাশ হওয়ার কারণেই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে জিনপিংয়ের ক্ষোভ প্রকাশের মাঝেই কানাডার প্রধানমন্ত্রীকে নিজের অবস্থানে অনড় থাকতে দেখা যায়।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, ট্রুডোকে জিনপিং বলছেন, ‘আমরা যা আলোচনা করেছি তার সবই সংবাদপত্রে ফাঁস হয়ে গেছে, এটা ঠিক নয়। এবং এভাবে আমাদের মধ্যে কথোপকথন হয়নি।’ তখন কানাডার প্রধানমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘কানাডায়, আমরা মুক্ত, খোলামেলা সংলাপে বিশ্বাস করি। আমাদের এই নীতি অব্যাহত থাকবে। আমরা একসাথে গঠনমূলকভাবে কাজ করার দিকে মুখিয়ে থাকব। তবে এমন কিছু বিষয় থাকবেই যা নিয়ে আমাদের দ্বিমত থাকবে।’ এরপর জিনপিং বলেন, ‘বেশ, তাহলে আগে আমাদের শর্ত নির্দিষ্ট করতে হবে।’ এরপরই দুই রাষ্ট্রপ্রধানকে দুটি পৃথক দিকে হাঁটতে দেখা যায়।

প্রসঙ্গত, এর আগে মঙ্গলবার জিনপিংয়ের সঙ্গে মুখোমুখি বৈঠক করেন জাস্টিন ট্রুডো। এরপরই কানাডার প্রধানমন্ত্রীর দফতর বিবৃতি প্রকাশ করে বলে, ‘কানাডার নির্বাচনে চিনা হস্তক্ষেপের বিষয়ে জিনপিংয়ের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন জাস্টিন ট্রুডো।’

এছাড়া ট্রুডো পরিবেশ, ইউক্রেন এবং উত্তর কোরিয়া নিয়েও উদ্বেগ প্রকাশ করেছিলেন জিনপিংয়ের কাছে। এই সবকিছুই প্রকাশিত হয় মিডিয়ার কাছে। যাতে একেবারেই খুশি ছিলেন না চিনা প্রেসিডেন্ট। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে জিনপিংয়ের বৈঠক হওয়ার কথা থাকলেও পরের দিকে ‘সময়ের অভাবে’ তা বাতিল করা হয় বলে আন্তর্জাতিক সুত্রে জানা যাচ্ছে।

Sudipto

সম্পর্কিত খবর