বাংলাহান্ট ডেস্ক: মে মাসটা সমস্ত সঙ্গীতপ্রেমীদের জন্য একটা অভিশপ্ত মাস ছিল। ওই মাসের শেষ দিনে ঝড়ের মতো এসে পৌঁছেছিল একটা খবর, প্রয়াত কেকে (KK)। কৃষ্ণকুমার কুন্নাথ, নিজের সুরের জাদুতে যিনি আচ্ছন্ন করে রেখেছিলেন আসমুদ্রহিসাচল। কিংবদন্তি শিল্পী চিরতরে বিদায় নেন ৩১ অগাস্ট। সেই শোক সম্পূর্ণ ভুলে ওঠার আগেই চলে এল কেকের মৃত্যুর পর প্রথম জন্মবার্ষিকী।
বেঁচে থাকলে ৫৪ তে পা দিতেন কেকে। কিন্তু নিয়তি অন্তরালে বসে অন্য কিছু লিখে রেখেছিল তাঁর জন্য। কলকাতায় প্রথম যেখানে শো করেছিলেন কেকে, সেই নজরুল মঞ্চই সাক্ষী হয়ে রইল তাঁর জীবনের শেষ শোয়ের। হাসিমুখে নিজের প্রিয় শহরে এসেছিলেন কেকে। মুম্বই ফিরে গেল তাঁর কফিনবন্দি নিথর দেহ।
তারপর থেকে কেটে গিয়েছে আড়াই মাস। কেকের মৃত্যুশোক এখনো টাটকা সকলের মনে। বন্ধ হয়নি বিতর্কও। আজ ২৩ অগাস্ট কেকের জন্মদিন। অনুরাগীরা নিজেদের মতো করে স্মৃতিচারণা করেছেন প্রখ্যাত সঙ্গীতশিল্পীর। তবে প্রয়াত কেকের স্ত্রী জ্যোতি কৃষ্ণার পোস্ট আবেগঘন করে তুলেছে সকলকেই।
একটি পুরনো ছবি শেয়ার করেছেন জ্যোতি। একে অপরকে জড়িয়ে ধরেছেন রয়েছেন কেকে এবং জ্যোতি। চোখ বন্ধ সঙ্গীতশিল্পীর। স্বামীর দিকে হাসি মুখে তাকিয়ে তাঁর স্ত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন সুইটহার্ট। ভালবাসি, খুব মনে পড়ে তোমার কথা, কষ্ট হয়।’
যে কেকে র লাইভ পারফরম্যান্স দেখার জন্য মুখিয়েছিল কলকাতাবাসী, ৩১ মে তে সেই উন্মাদনা বদলে যায় হাহাকারে। দুদিনের কনসার্ট হওয়ার কথা ছিল শিল্পীর। তার আগে বেশ কিছুদিন পর্যন্ত কেকের অনুষ্ঠানের টিকিট এর জন্য শোরগোল পড়ে গিয়েছিল নেটমাধ্যমে। অনুরাগীরা ভাবতেও পারেননি সেই কেকে কে শেষ দেখা সামনে থেকে। আর কোনোদিনই মঞ্চে উঠবেন না কেকে। গেয়ে উঠবেন না জনপ্রিয় সব গান। যে গানগুলো শুনে দিন কাটিয়েছে গোটা এক প্রজন্ম।
https://www.instagram.com/p/Chlyhnkh-hJ/?igshid=YmMyMTA2M2Y=
কেকের চলে যাওয়ার ব্যথাটা বড় বেশি করে বেজেছে ভক্তদের বুকে। আরো বেশি যন্ত্রণায় রয়েছে কলকাতাবাসী। প্রিয় গায়ককে নিজের শহর থেকেই বিদায় দিতে হল, এটা এখনো মানতে পারছেন না কেউই। কিন্তু যেটা বাস্তব সেটা স্বীকার করতেই হবে, তা সে যতই যন্ত্রণাদায়ক হোক না কেন। কেকে অমর হয়েই থেকে যাবেন প্রত্যেক সঙ্গীতপ্রেমীর মনে, তাঁর চিরস্মরণীয় সব গানের মধ্যে দিয়ে।