পাক হ্যান্ডলারের সঙ্গে নিয়মিত যোগাযোগ, সাঙ্কেতিক কথোপকথন! জেনেশুনেই ভারতের সঙ্গে ‘গদ্দারি’ করেন জ্যোতি?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : পাকিস্তানি চর সন্দেহে গ্রেফতার হওয়া জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra) সম্পর্কে যত তদন্ত এগোচ্ছে ততই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। হরিয়ানার ইউটিউবার জ্যোতিকে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সেনার গুরুত্বপূর্ণ তথ্য পাকিউ কাছে পাচার করার অভিযোগে। একাধিক বার পাকিস্তানে গিয়েছিলেন। এমনকি ভারতীয় পাক হাই কমিশনেও বেশ দহরম মহরম ছিল তাঁর। এক আধিকারিকের সঙ্গে তাঁর বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলেও দাবি শোনা গিয়েছে। আর এবার সামনে এল আরো এক চাঞ্চল্যকর তথ্য।

ভারতের বিরুদ্ধে চর হিসেবে জ্যোতিকে (Jyoti Malhotra) কাজে লাগাতে চেয়েছিল আইএসআই?

ভারতের ‘আন্ডারকভার এজেন্ট’দের খুঁজে বের করতে নাকি পাক গুপ্তচর সংস্থা আইএসআই কাজে লাগিয়েছিল জ্যোতিকে (Jyoti Malhotra)। সূত্রের খবর, জ্যোতিকে চর হিসেবে কাজে লাগিয়ে ভারতের আন্ডারকভার এজেন্টদের হদিস পাওয়ার পরিকল্পনা করেছিল পাক গুপ্তচর সংস্থা। এমনকি এক পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে জ্যোতির (Jyoti Malhotra) হোয়াটসঅ্যাপ কথোপকথনও নাকি হাতে পেয়েছেন গোয়েন্দারা।

Jyoti Malhotra reportedly had contact with isi handler

পাওয়া গিয়েছে সাঙ্কেতিক কথোপকথন: সূত্রের খবর বলছে, আলি হাসান নামে এক আইএসআই হ্যান্ডলারের সঙ্গে নাকি যোগাযোগ ছিল জ্যোতির (Jyoti Malhotra)। সাঙ্কেতিক ভাষায় নাকি কথোপকথন চলত তাঁদের। সূত্রের দাবি, প্রোটোকল, আন্ডারকভার এজেন্ট এর মতো সাঙ্কেতিক শব্দ নাকি ব্যবহার করা হয়ে কথোপকথনে। বাকি আর কী বিষয়ে কথা হয়েছে তা জানার চেষ্টা চলছে বলে খবর।

আরো পড়ুন : কলেজছাত্রীকে অপহরণ, ৭ মাস ধরে আটকে রেখে ধর্ষণের অভিযোগ! ফের গ্রেফতার বাংলাদেশের নোবেল

তদন্ত চালাচ্ছেন গোয়েন্দারা: জ্যোতি (Jyoti Malhotra) কি জেনেশুনে ভারতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে গোপন তথ্য তুলে দিয়েছিলেন আইএসআইকে, নাকি কোনো ফাঁদে ফেলে তাঁর থেকে আদায় করা হয়েছিল তথ্য, সেই খোঁজই চালাচ্ছে তদন্তকারীরা। হরিয়ানা পুলিশ, গোয়েন্দা সহ জাতীয় তদন্তকারী সংস্থারও জেরার মুখে পড়ছেন জ্যোতি (Jyoti Malhotra)।

আরো পড়ুন : ভারতীয় সেনার কাছে মার খেয়েও পদোন্নতি, সটান ফিল্ম মার্শাল হলেন আসিম মুনির! পহেলগাঁও হামলার পুরস্কার

বাংলাতেও একাধিক বার এসেছিলেন জ্যোতি। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, কলকাতায় থাকাকালীন শহরের বেশ কিছু জনবহুল এলাকা, দর্শনীয় স্থান, শিয়ালদহ স্টেশনের ভিডিও তোলেন জ্যোতি (Jyoti Malhotra)। সেই সঙ্গে ব্যারাকপুরের একটি বিরিয়ানির দোকানেও রিল করেন তিনি। উল্লেখ্য, ব্যারাকপুর রাজ্য পুলিশ তথা ভারতীয় সেনা এবং বায়ুসেনার গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই পরিচিত। এছাড়াও গত বছর অগাস্ট মাসে বাগডোগরা হয়ে ভুটান যাওয়ার কথাও নিজের ইউটিউব ভিডিওতে জানিয়েছিলেন জ্যোতি (Jyoti Malhotra)। সে সময়ে শিলিগুড়ির একটি হোটেলে ছিলেন তিনি। বাগডোগরা এবং তার সংলগ্ন এলাকাতেও রয়েছে সেনাবাহিনীর উপস্থিতি। তবে কি সেনা সংক্রান্ত তথ্য জোগাড় করতেই এই জায়গাগুলি ঘুরেছিলেন জ্যোতি? জানার চেষ্টা করছে তদন্তকারীরা।

Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

X