কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাদের নিয়ে গুরুতর অভিযোগ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের

বাংলাহান্ট ডেস্কঃ ভোট ষষ্ঠীতে সকাল থেকেই নানা দিক থেকে নানান অশান্তির খবর সামনে এসেছে। বিজেপি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ তুললেন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। তাঁর দাবি, বুথ দখল করছে বিজেপি, আর সংখ্যালঘু মহিলা ভোটারদের ভয় দেখাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।

বাংলায় ষষ্ঠ দফার নির্বাচনে উত্তেজনা ছড়ায় হাবড়ার বিভিন্ন বুথে। কোথাও ভোটারদের প্রভাবিত করার অভিযোগ, আবার কোথাও ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। অভিযোগ ওঠে হাবড়া বিধানসভার নারায়ণপুর স্কুলের বুথের দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, সংখ্যালঘু মহিলা ভোটারদের ভয় দেখিয়ে বিজেপি ভোট দিতে বলেন।

jvasvsjh

ঘটনার খবর পেয়ে সেখানে উপস্থিত হন তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে গিয়ে জওয়ানদের সঙ্গে বচসায় জড়ান তিনি এবং রাস্তা আটকে বিক্ষোভও দেখান কিছুক্ষণ। বাহিনীর আধিকারিকরা পরবর্তীতে তাঁর সঙ্গে কথা বলে পরিস্থিতি সামাল দেয়।

এখানেই শেষ নয়, পরবর্তীতে হাবড়ার ঘোষপাড়া এলাকায় বিজেপির বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ শুনে সেখানে পৌঁছান জ্যোতিপ্রিয় মল্লিক। এলাকার এক বাড়িতে আশ্রয় নিয়েছে বহিরাগতরা, এমনটা শুনে সেই বাড়ি থেকে বেশ কয়েকজনকে টেনে বের করে আনেন তিনি। খবর দেন হাবড়া থানায়। উত্তেজনা ছড়ায় এলাকায়।

Smita Hari

সম্পর্কিত খবর