বাংলাহান্ট ডেস্ক : রাজ্যে এখন ভোটের আগে জনপ্রিয় স্লোগান ‘খেলা হবে’। গত দুই বিধানসভা নির্বাচন কাঁপিয়েছে এই স্লোগান। জনপ্রিয়তা এতই বেড়েছে যে রাজ্যে পালিত হচ্ছে ‘খেলা হবে দিবস’। এবার এদিন ফুটবলের মাঠে নেমে কেলেঙ্কারি কাণ্ড ঘটালেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। ফুটবল খেলতে নেমে মাঠের মাঝে আছাড় খেলেন তৃণমূল বিধায়ক।
ফুটবল মাঠে আছাড় খেলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)
হাবড়া পৌরসভার হয়ে এদিন ফুটবলের মাঠে নেমেছিলেন বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। খেলতে খেলতে আচমকা মাঠের মাঝখানেই কার্যত আছাড় খেয়ে চিৎপটাং হন তিনি। সঙ্গে সঙ্গেই মাঠের বাইরের দর্শকরা এসে তাঁকে তুলে ধরেন।
ভিডিও ভাইরাল হয়েছে: এদিন তাঁর ভরা মাঠে আছাড় খাওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। মাঠের বাইরের দর্শকরাই ফের তাঁকে উঠে দাঁড়াতে সাহায্য করেন। তবে আছাড় খাওয়ার পরেও নিজের দলকে জিতিয়েছেন এদিন বিধায়ক (Jyotipriya Mallick)।
আরও পড়ুন : খোওয়া গিয়েছে ৪০,০০০ টাকার সোনার আংটি! অরিজিতের বিরুদ্ধে অভিযোগের ঘটনায় চাঞ্চল্যকর মোড়
খেলা জেতে বিধায়কের দল: পড়ে গিয়ে অবশ্য খেলা থামাননি জ্যোতিপ্রিয়। সামলে উঠেই আবার খেলা শুরু করেন তিনি। শুধু তাই নয়, নেতৃত্ব দিয়ে নিজের দলকেও জেতালেন জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick)। তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এদিন মাঠে বল পেটাতে দেখা যায় প্রবীণ বিধায়ককে।
আরও পড়ুন : তিনটি নয়, চারটি রুটের উদ্বোধন হতে পারত, ১৩ কিমি অংশে কাজ আটকে মেট্রোর! বিষ্ফোরক জেনারেল ম্যানেজার
এদিন খেলা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন জ্যোতিপ্রিয় মল্লিক। ভোটের দামামা বাজিয়ে তিনি বলেন, ‘ছাব্বিশের বিধানসভা ভোটের খেলা আজ থেকেই শুরু হয়ে গেল। ভোটের খেলা অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে।’