চোখের চিকিৎসা করাতে হায়দ্রাবাদে মন্ত্রী জ্যোতিপ্রিয়, ‘পিসির বিশ্বমানের চিকিৎসা কই’ খোঁচা বিজেপির

বাংলা হান্ট ডেস্কঃ অসুস্থ রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। চোখে রক্তক্ষরণের সমস্যা দেখা দিয়েছে তার। এই নিয়েই সুচিকিৎসার জন্য রবিবার সকালের বিমানেই তড়িঘড়ি হায়দরবাদ (Hyderabad) ছুটলেন মন্ত্রী। জানা গিয়েছে, গত সপ্তাহে চোখের সমস্যা শুরু হলেও বৃহস্পতিবার সকাল থেকে আচমকাই তার চোখে রক্তক্ষরণ শুরু হয়। সেজন্যই দেরী না করে হায়দরবাদ গেলেন তিনি।

অন্যদিকে, এই ভিন রাজ্যে যাওয়া নিয়ে মন্ত্রী সহ তৃণমূল সরকারকে বিঁধলেন বিজেপি নেতা (BJP) তরুণজ্যোতি তিওয়ারি (Tarunjyoti Tewari)। নিজের ফেসবুক প্রোফাইল থেকে মন্ত্রীর ভিন রাজ্য যাত্রা নিয়ে প্রশ্ন করে তরুণজ্যোতি লেখেন, ‘এই রাজ্যে চোখের চিকিৎসা কি হয় না? পশ্চিমবঙ্গে পিসিমণি নাকি বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা চালু করেছে?’ সূত্রের খবর, সুগার রয়েছে মন্ত্রীর। অতিরিক্ত সুগারের কারণে গত কয়েক বছর ধরে চোখের সমস্যা দেখা দিয়েছে তার। এরমধ্যেই এদিন হঠাৎ করে রক্তক্ষরণ শুরু হওয়ায় ফোন করেন হায়দ্রাবাদে তার চক্ষুচিকিৎসকের কাছে।

চিকিৎসকের কথা মেনে ওষুধ নেওয়ায় সাময়িক রক্তক্ষরণ বন্ধ হয় তার। তবে চিকিৎসক জানান চোখের রক্তক্ষরণ সম্পূর্ণরূপে বন্ধ করতে গেলে হায়দরাবাদে গিয়েই চিকিৎসা করাতে হবে। নিতে হবে ইনজেকশন। সেকারণেই তার ভিন রাজ্যে যাওয়া। প্রসঙ্গত, অসুস্থ অবস্থাতেই বিধানসভার অধিবেশনেও যোগ দিয়েছিলেন রাজ্যের বনমন্ত্রী।

jyotipriya mallick ,

নিজের অসুস্থতা প্রসঙ্গে জ্যোতিপ্রিয়বাবু বলেন “এমন সমস্যার সম্মুখীন আগেও হয়েছি। প্রতি বার হায়দরাবাদে গিয়ে চিকিৎসা করিয়ে আসতে হয়েছে। বিধানসভা অধিবেশনের কারণেই আমাকে এক দিনের মধ্যে চিকিৎসককে দেখিয়ে ফিরে আসতে হবে। কারণ দলের নির্দেশ বিধানসভা অধিবেশনে উপস্থিত থাকতে হবে। তাই সোমবার অধিবেশনে যোগ দেব।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর