শারীরিক অবস্থার অবনতি, হু হু করে কমছে রক্তচাপ! ICCU-তে জ্যোতিপ্রিয় মল্লিক

বাংলা হান্ট ডেস্ক: আইসিসিইউ-তে (ICCU) দেওয়া হল প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে‌ (Jyotipriya Mallick)। সোমবার রাতে আচমকাই বালুর অবস্থার অবনতি হয়।‌ তারপরই তাঁকে কার্ডিওলজি বিভাগের আইসিসিইউতে পাঠানো হয়।

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর অবস্থা কিছুটা জটিল হলেও আপাতত তিনি বিপন্মুক্ত। মঙ্গলবার সকাল থেকে ধীরে ধীরে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে বলে খবর।

   

উল্লেখ্য, ইডি-র হাতে গ্রেফতার হওয়ার পর থেকেই চিকিৎসকদের পরামর্শে ছিলেন। এর
পরে তাঁকে পিজি হাসপাতালের (SSKM Hospital) কার্ডিওলজি বিভাগে ভর্তি করা হয়। কিন্তু সোমবার সকাল থেকেই শারীরিকভাবে আরও কিছুটা অসুস্থ অনুভব করেন মন্ত্রী। বিকেলে কার্ডিওলজি, স্নায়ু , মেডিসিন বিভাগের চিকিৎসকদের মেডিক্যাল বোর্ড বসে। সন্ধেল পর রক্তচাপ অস্বাভাবিক হারে কমতে শুরু করে। এরপরই তড়িঘড়ি তাঁকে আইসিসিইউতে পাঠানোর সিদ্ধান্ত নেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

jyotipriya mallick9

 

উল্লেখ্য, জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে যেদিন ইডি হানা দেয়, সেই দিনেই তাঁর শারীরিক অবস্থা নিয়ে ইডি-কে তোপ দেগেছিলেন মমতা। বালুর কিছু হলে তিনি ছেড়ে কথা বলবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন। গ্রেফতারির পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী নিজে জানিয়েছিলেন, তাঁর শরীরের বাঁ দিকের অংশ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছে। সে দিক তিনি নড়াচড়া করাতে পারছেন না। মন্ত্রীর চোখেমুখেও দুর্বলতার ছাপ ছিল স্পষ্ট। আর এবার হঠাৎই শরীরের অবস্থার অবনতি হল। তবে সূত্রের খবর, বর্তমানে এখন স্থিতিশীল রয়েছেন জ্যোতিপ্রিয়।

 

Avatar
Monojit

সম্পর্কিত খবর