‘আনফিট’! ডাকাডাকি হতেই দৌড়ে গেলেন চিকিৎসক, জ্যোতিপ্ৰিয়র স্বাস্থ্য নিয়ে বিরাট রিপোর্ট

জেল হেফাজত শেষ হলেও আদালতে আজ সশরীরে হাজিরা করানো যাবে না জ্যোতিপ্রিয় মল্লিককে (Jyotipriya Mallick)। প্রেসিডেন্সি জেল হাসপাতাল তরফে রিপোর্ট দিয়ে জানানো হয়েছে ‘ফিজিক্যালি আনফিট’ (Physically Unfit)রেশন দুর্নীতি মামলায় (Ration Scam) ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক।

জানা যাচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে আজ আদালতে সশরীরের পেশ করা হচ্ছে না মন্ত্রীকে। তার বদলে ভার্চুয়ালি পেশ করা হতে পারে। যদিও এই বিষয়ে এখনও সঠিকভাবে কিছু জানা যায়নি। জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষার পর জেলের চিকিৎসক জানিয়েছেন, মন্ত্রী অসুস্থ, বর্তমানে আনফিট তিনি। তাই তাকে বৃহস্পতিবার আদালতে সশরীরে পেশ করা হচ্ছে না।

প্রসঙ্গত, ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যা রয়েছে জ্যোতিপ্ৰিয়র। ইডি হেফাজতে নাকি তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বাঁ হাত ও বাঁ পায়ে প্যারালাইসিসে জায়গায় চলে যাচ্ছে। গত সপ্তাহে ঠিক এই দাবিই করেছিলেন জ্যোতিপ্ৰিয়। ‘আর বাঁচব না’ বলেও সিজিও থেকে বেরোনোর পথে মন্তব্য করেছিলেন মন্ত্রী।

ওদিকে ইডি হেফাজত শেষে গত রবিবার তাকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যেতেই এসএসকেএম এ যাওয়ার বায়না ধরেন জ্যোতিপ্ৰিয়। তিনি বলেন, ‘শরীর ভীষণ অসুস্থ, আমাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে চলুন।’ তখন জেল চিকিৎসক জানিয়েছিলেন সুস্থই রয়েছেন জ্যোতিপ্ৰিয়। তবে এদিন তিনি ‘আনফিট’ বলে জানানো হল জেল হাসপাতাল।

baluii

আরও পড়ুন: ‘মুখ্যমন্ত্রী হওয়ার পর ওঁ বদলে গেছে, আমাকে প্রয়োজন নেই’, মমতাকে নিয়ে যা বলেছিলেন সাহারাশ্রী

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর রেশন দুর্নীতি মামলা (Ration Scam) গ্রেফতারির পর থেকে তাকে ২ বার নিম্ন আদালতে পেশ করা হয়েছে। বৃহস্পতিবার ইডির স্পেশাল কোর্টে জ্যোতিপ্রিয়কে পেশ করার কথা ছিল। কিন্তু, তা আর হচ্ছে না।

জেল সূত্রে খবর, জ্যোতিপ্রিয় মল্লিক জানান, তার হাত ও পায়ে খুব অসহ্য ব্যথা হচ্ছে। তারপরই জেলের চিকিৎসক গিয়ে তাকে দেখে ‘আনফিট’ বলে রিপোর্ট দেন। তাই এদিন জ্যোতিপ্ৰিয় মল্লিককে সশীরের আদালতে হাজির করানো হবেনা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর