‘মুখ্যমন্ত্রী হওয়ার পর ওঁ বদলে গেছে, আমাকে প্রয়োজন নেই’, মমতাকে নিয়ে যা বলেছিলেন সাহারাশ্রী

বাংলা হান্ট ডেস্কঃ এক বর্ণময় অধ্যায়ের সমাপ্তি। মঙ্গলবার রাতে প্রয়াত হন একসময় গোটা দেশ কাঁপানো সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের (Sahara Chairman Subrata Roy)। ৭৫ বছর বয়সে শারীরিক সমস্যাজনিত কারণে না ফেরার দেশে সাহারাকর্তা। এক সময় স্কুটারে চেপে নোনতা খাবার বিক্রির করা সেই লোকটার নাম হঠাৎ ছেয়ে যায় গোটা দেশে। দেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তির তালিকায় জ্বলজ্বল করত তাঁর নাম। দেশ-বিদেশের পাশাপাশি বাংলার সেইসময় বাম সরকার ও বিরোধীদের সঙ্গে তাঁর কেমন সম্পর্কের সমীকরণ কেমন ছিল সেকথা উঠে এসেছিল এক সাক্ষাৎকারে।

মাইক্রো ফাইনান্স থেকে সংবাদপত্র, আবাসন ব্যবসা মিডিয়া, পরিষেবা, থেকে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে সাহারা গ্রুপ ছিল একটি ‘ব্র্যান্ড’ এক ‘সাম্রাজ্য’। পশ্চিমবঙ্গেও একসময় এই ব্যবসায়ী কিছু বিনিয়োগ করেছিলেন। ২০১৩ সাল নাগাদ এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ সামনে আসে।

সেই সাক্ষাৎকারে বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে প্রশ্নে সুব্রত বলেছিলেন, ‘যখন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মুখ্যমন্ত্রী হন নি সেই সময় বাংলায় বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তার সঙ্গে আমার দীর্ঘ কথা হত। তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন বেশ ভালো কথা হত। তবে পরে সবটা হঠাৎ বদলে গেল। তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই আমূল পরিবর্তন আসে। তারপর থেকে আর কোনওদিন তিনি আমার সাথে’।

এরপরই তীব্র অভিমানের সুরে সাহারাশ্রী সুব্রত রায় বলেন, ‘আমার মনে হয় ওর আর আমাকে দরকার নেই। আমার প্রয়োজন ফুরিয়েছে।’ পশ্চিমবঙ্গে বিনিয়োগ নিয়েও সেই সাক্ষাৎকারে মন্তব্য করেছিলেন তিঁনি। বলেন, ‘আমি এই রাজ্যের জন্য সত্যিই মন থেকে কিছু করতে চাই।’ জানা যায় বাম আমলে ট্যুরিজম প্রজেক্টের পরিকল্পনা করলেও সরকারের সায় মেলেনি। পরবর্তীতে মমতা মুখ্যমন্ত্রী হওয়ার পর তৃণমূল সরকারের কাছেও টাউনশিপ তৈরির জন্য ১০০০ একর জমি চেয়েছিলেন তিঁনি। তবে সেসব প্রকল্প বাস্তবায়িত হয়নি।

আরও পড়ুন: সতীর্থ পার্থর নাম শুনেই রেগে বোম! জেলে যা ঘটালেন জ্যোতিপ্ৰিয়…সিনেমা ফেল

sahara founder

প্রসঙ্গত, মঙ্গলবার সাহারা ইন্ডিয়া পরিবার তরফে বিবৃতি জারি করে তাঁর মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে। বলা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে সাহারা ইন্ডিয়া পরিবার তরফে মাননীয় সাহারশ্রী সুব্রত রায় সাহারার প্রয়াণের খবর জানানো হচ্ছে। একজন দূরদৃষ্টিসম্পন্ন মানুষ, অনুপ্রেরণাদায়ক নেতা ছিলেন তিঁনি। আজ রাত ১০টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বহুদিন ধরেই হাইপারটেনশন, ডায়াবিটিস এবং মেটাস্টেটিক ক্যানসারে ভুগছিলেন। এদিন হৃদরোগে মৃত্যু হয়। সুব্রত রায়কে হারানোর যন্ত্রণায় শোকস্তব্ধ সাহারা ইন্ডিয়া পরিবার।”


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর