‘জ্যোতিপ্রিয়র মুখ থেকে চাঞ্চল্যকর স্বীকারোক্তি’, ‘স্ত্রী ও মেয়ের মুখোমুখি জেরা করতেই ফাঁস’, তোলপাড়

বাংলা হান্ট ডেস্ক: ইডি হেফাজত থেকে জেল হেফাজত। রেশন বন্টন দুর্নীতি মামলায় (Ration Scam Case) গ্রেফতার হওয়া রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) বর্তমানে জেল হেফাজতে। মন্ত্রীর গ্রেফতারির পর থেকে একের পর এক ভুয়ো কোম্পানির হদিস খুঁজে পান তদন্তকারীরা।

শ্রী হনুমান রিয়েলকন প্রাইভেট লিমিটেড, গ্রেসিয়াস ইনোভেটিভ প্রাইভেট লিমিটেড এবং গ্রেসিয়াস ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড এই ৩টি সংস্থা রীতিমতো শোরগোল যায়। ইডি সূত্রে অভিযোগ, খাদ্য দুর্নীতির কালো টাকা সাদা করতেই, এই ৩ ভুয়ো সংস্থা খোলা হয়েছিল। যদিও প্রথমে ইডির দাবি তুড়ি মেরে উড়িয়ে দেন মন্ত্রীমশাই।

তবে এরই মধ্যে রবিবার আদালতে চাঞ্চল্যকর দাবি করে ইডি। জ্যোতিপ্ৰিয়র স্ত্রী-মেয়ের মুখোমুখি জেরায় ও তাদের বয়ান সামনে রেখে প্রশ্ন করা হলে ওই কোম্পানির কথা স্বীকার করে নিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঠিক এই কথাই জানান ED-র আইনজীবী। রবিবার ব্যাঙ্কশাল আদালতে জ্যোতিপ্ৰিয়কে পেশ করা হলে ED-র আইনজীবী বলেন, দুর্নীতির টাকা সাদা করতেই ওই ৩ ভুয়ো কোম্পানির খোলার নির্দেশ দিয়েছিলেন জ্যোতিপ্ৰিয়। পাশাপাশি ওই কোম্পানির ডিরেক্টর পদে স্ত্রী ও মেয়েকেও বসানো হয়েছিল জ্যোতিপ্রিয়র নির্দেশেই।

আরও পড়ুন: মসজিদে নমাজ পড়তে যাওয়াই কাল হল! কাকভোরে দুষ্কৃতীদের গুলিতে খুন জয়নগরের তৃণমূল নেতা

ইডি আরও জানায়, জ্যোতিপ্রিয় ওরফে দাবি করেন, আজ থেকে ৭ বছর আগে ২০১৬ তে আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমে ওই টাকা ডিসক্লোজ করে আয়কর জমা দিয়েছেন। যদিও মন্ত্রীর দাবি মানতে নারাজ কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। তাদের মতে, ঋণের টাকা আয়কর দফতরের ডিসক্লোজার স্কিমে দেখানো যায় না।

jyotipriya

এর পেছনে দুর্নীতির টাকা সাদা করার চক্র রয়েছে বলে ধারণা ইডির। জানা যাচ্ছে এই বিষয়ে আয়কর দফতরের থেকেও তথ্য তলব করতে চলেছে ইডি।
প্রসঙ্গত, রেশন দুর্নীতি তদন্তের গ্রেফতারের পর থেকে ব্যবসায়ী বাকিবুর রহমান ও জ্যোতিপ্ৰিয় এই দুজনার যোগসূত্র নিয়ে শোরগোল। ইডির অভিযোগ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের স্ত্রী ও মেয়ের অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা পাঠিয়েছে বাকিবুর। জ্যোতিপ্ৰিয় নাকি সেকথা স্বীকারও করে নিয়েছেন। এমনই দাবি করে ইডি।

যদিও শেষবার জ্যোতিপ্রিয় মল্লিককে ব্যাঙ্কশাল কোর্টে তোলার সময় বাকিবুর রহমানের কাছ থেকে ৯ কোটি টাকা নেওয়ার প্রসঙ্গে প্রশ্ন করা হলে সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘‌’ ছেড়ে দিন। গল্প ছেড়ে দিন। ওসব গল্প ছেড়ে দিন’‌।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর