মহা বিপাকে জ্যোতিপ্রিয়! এবার হাইকোর্টে ছুটল কমান্ড হাসপাতাল কর্তৃপক্ষ, আজই শুনানি

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ গত বৃহস্পতিবার রেশন বন্টন দুর্নীতি কাণ্ডে (Ration Scam Case) গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন তিনি। গত শুক্রবার তাকে নিম্ন আদালতে পেশ করা হয়। আদালতে পেশ করতেই অসুস্থ হয়ে পড়েন জ্যোতিপ্রিয় ওরফে বালু। তড়িঘড়ি মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় এক বেসরকারি হাসপাতালে।

সেই সময় নিম্ন আদালতের বিচারক নির্দেশ দিয়ে বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল মেডিক্যাল বোর্ড গঠন করবে যা যা পদক্ষেপ নেওয়া দরকার তাই করবেন। ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেন বিচারপতি। অন্যদিকে বেসরকারি হাসপাতালের প্রায় ৭৬ ঘণ্টা চিকিত্‍সা চলার পর সুস্থ হন মন্ত্রী। সোমবার রাতে ১০টা নাগাদ ইডি দফতরে নিয়ে যাওয়া হয় জ্যোতিপ্রিয়কে।

আপাতত মন্ত্রী স্থিতিশীল অবস্থায় থাকলেও বিভিন্ন রোগে জর্জরিত তিনি। ডায়াবেটিস, রক্তচাপ, সুগারের সমস্যাও রয়েছে তার। একথা মাথায় রেখে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। আদালতের নির্দেশ মেনে বুধবারও তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। তবে এখানেই সমস্যা হাসপাতাল কর্তৃপক্ষের।

আরও পড়ুন: এবার দুর্গাপুজোয় কত হাজার কোটি টাকার ব্যবসা হয়েছে জানেন? হিসেব দিলেন খোদ মুখ্যমন্ত্রী

হাসপাতালের দাবি, শুধুমাত্র প্রতিরক্ষার সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য কমান্ড হাসপাতাল। সেখানে অন্যদের চিকিৎসা করলে সমস্যা একদিকে যেমন নানা রকম সমস্যার সৃষ্টি হয় অন্যদিকে তেমন চাপ বাড়ে। ইতিমধ্যেই নিজেদের এই বক্তব্য জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছে সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

jyotipriya ed

প্রসঙ্গত একদিন অন্তর জ্যোতিপ্রিয়র স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য ইডিকে নির্দেশ দাওয়া আদালত। সেই মত বুধবার ফের চেকআপ করানোর জন্য তাকে নিয়ে যাওয়া হয় কমান্ড হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা ধরে চলে মন্ত্রীর শারীরিক পরীক্ষা নিরীক্ষা। তবে এরই মাঝে আদালতের দ্বারস্থ হাসপাতাল কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার হাইকোর্টের অবসরকালীন বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X