এবার গেরুয়া শিবিরে নাম লেখাতে চাইছেন মমতা ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক

 

বাংলা হান্ট ডেস্ক ঃ লোকসভা ভোটের আগে থেকে শুরু করেই তৃণমূল ছেড়ে ভারতীয় জনতা পার্টি তে যোগদান করার যেন ধুম পড়ে গিয়েছিল। এখনো অব্যাহত গেরুয়া শিবিরে যোগদান প্রক্রিয়া। সম্প্রতি, ” গেরুয়া শিবিরে নাম লিখিয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি ও তার বিশেষ বান্ধবী বৈশাখী ব্যানার্জি। এবার ফের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চলেছেন মমতা ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিক। এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের সংসদ অর্জুন সিং।

সম্প্রতি অর্জুন সিং বলেন, ” গারুলিয়া ভাটপাড়া ছাড়াও পুরো বাংলায় বিজেপি হয়ে যাবে। আমাকে ফোন করে জ্যোতিপ্রিয় বিজেপিতে যোগ দেওয়ার কথা জানিয়েছে।

IMG 20190819 184324
পাশাপাশি গারুলিয়া পৌরসভার চেয়ারম্যান তথা অর্জুনের আত্মীয় সুনীল সিং বলেন, “জ্যোতিপ্রিয় মল্লিক কিছুদিন আগেই বিজেপিতে যোগদান করবে বলে নাকি তার সঙ্গে যোগাযোগ করেছিলেন।”

 

 

 

 

 

 

 

সম্পর্কিত খবর