বাংলা হান্ট ডেস্ক: রবিবার সোদপুরের একটি অনুষ্ঠানে এসে অদ্ভুত ঘটনা ঘটিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সেখানে তিনি অস্ত্র তুলে নিয়েছিলেন নিজের হাতে। গতকাল তৃণমূলের জ্যোতিপ্রিয় মল্লিক হাবড়ায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে, এই প্রসঙ্গ টেনে কটাক্ষ করে বলেন, আমি মাঝেমধ্যে বাকরুদ্ধ হয়ে পড়ি৷ তিনি সর্বভারতীয় রাজনৈতিক দলের রাজ্য সভাপতি৷ অথচ তাঁর কথাবার্তা, চিন্তাধারা, দৃষ্টিভঙ্গি সব এতটাই অরাজনৈতিক যে বলার মত নয়। একেবারে পুরো গুন্ডা৷ কয়েকদিন ধরে দেখছি তিন পয়সার যোগ্যতা। অথচ দশ পয়সার কথা বলছে৷ কখনও তলোয়ার তুলে নিচ্ছেন, কখনও অস্ত্র নিচ্ছেন৷ এগুলো কিভাবে সম্ভব! অবিলম্বে মামলা করে অস্ত্র আইনে পুলিশের ব্যবস্থা নেওয়া উচিত৷ গ্রেপ্তার করা উচিত দিলীপ ঘোষকে৷”
উল্লেখ্য, গতকাল BJP রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে এসে বর্তমানে রাজ্যের যে পরিস্থিতি তা পরিবর্তনের জন্য জনসমক্ষে আহ্বান জানান সকলকে। তিনি বলেন, আমি প্রার্থনা করি জগধাত্রী মা রাজ্যে শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনুক। কারণ যারা এই শান্তি ও সমৃদ্ধি রক্ষার দায়িত্বে রয়েছেন তাঁরা রাজনীতি নিয়েই ব্যস্ত। সকলের প্রচন্ড চিন্তায় কাশ্মীরে কি হচ্ছে নিজের রাজ্যে যে কি হচ্ছে তা নিয়ে কারোর কোনো চিন্তা নেই। তাই এই দূর্ভাগ্যজনক পরিস্থিতির পরিবর্তন দরকার। না হলে এরাজ্যে পুজো -পাঠ, আনন্দ -উৎসব কোনওটাই সম্ভব হবে না।”
অন্যদিকে আবার কাশ্মীরে জঙ্গি হানায় পাঁচ শ্রমিক এর নিশংস মৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে তীব্র আক্রমণ করলেন মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়। তাঁরা বলেন, “মমতা ব্যানার্জি তো বলেন উনি রোজ চাকরি দিচ্ছেন। তাহলে বাংলার মানুষকে জম্মু ও কাশ্মীরে গিয়ে কাজ করতে হচ্ছে কেন? তাই অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকানো উচিত।”