বাংলা হান্ট ডেস্কঃ আজ সকালে রেশনে নিম্নমানের খাদ্য দ্রব্য আর সরকার দ্বারা নির্ধারিত মাপের কম চাল দেওয়ার বিক্ষোভ দেখান এলাকাবাসী। পর্যাপ্ত পরিমাণে রেশন না পাওয়া ক্ষুব্ধ মানুষদের এই বিক্ষোভ দেখতে দেখতে হিংসাত্মক রুপ নিয়ে নেয়। স্থানীয় মানুষরা এলাকার একটি রেশন ডিলারের বাড়িতে ভাঙচুর করে এবং পর্যাপ্ত পরিমাণে রেশন না পাওয়ার অভিযোগ করে।
সালারের পুনশ্রী গ্রামের রেশন ডিলার হালিম শেখের বিরুদ্ধে রেশন সামগ্রী কম দেওয়া ও নিম্নমানের চাল দেওয়ার অভিযোগ উঠে । এরপর স্থানীয়রা রেশন না পাওয়ার অভিযোগে রেশন ডিলারের বাড়িতে পাথর ছোঁড়ে আর রেশন ডিলারের বাড়ির সামগ্রী বাইরে বের করে আগুন ধরিয়ে দেয়। ঘটনার খবর পাওয়ার পর স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। যদিও সেখানে গিয়ে সালার পুলিশকে মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়।
স্থানীয় মানুষ অভিযোগ অনুযায়ী, সরকারের তরফ থেকে নির্ধারিত মাত্রার কেবল মাত্র অর্ধেক সামগ্রীই দেওয়া হচ্ছিল। এর সাথে সাথে সেই সামগ্রী খুবই নিম্নমানের ছিল বলে জানায় তাঁরা।
এবার এই ঘটনা নিয়ে মুখ খুললে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick)। তিনি এই ঘটনার পিছনে সরাসরি বিজেপি আর কংগ্রেসের ষড়যন্ত্র আছে বলে জানিয়ে দেন। তিনি বলেন, ওই রেশন ডিলারের বাড়িতে সকাল ৭ঃ৩০ থেকে বিক্ষোভ দেখানো হয়, কিন্তু দোকান খোলে তো সকাল ৮টায় তাহলে দোকান খোলার আগে গ্রাহকেরা জানল কি করে যে, রেশনে কম সামগ্রী দেওয়া হচ্ছে?
উনি বলেন রাজ্য সরকারের তরফ থেকে রেশনের দ্রব্য বাড়িয়ে দেওয়া হয়েছে। উনি এও জানান যে, আজ প্রায় ৬৩ লক্ষ মানুষ রেশন তুলেছেন গোটা রাজ্যের রেশন দোকান গুলো থেকে। উনি বিজেপি আর কংগ্রেসকে এই দুঃসময়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ানর পরামর্শও দেন।