বাংলা হান্ট ডেস্কঃ আইপিএল চলাকালীন হঠাতই অসুস্থ হয়ে পড়লেন পাঞ্জাব কিংস দলের অধিনায়ক কে এল রাহুল। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচের আগের দিন শনিবার হঠাৎ অসুস্থ বোধ করেন কে এল রাহুল। প্রথমে ওষুধ দেওয়া হয় তারপর ওষুধে কাজ না হলে রাহুলকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে পরীক্ষা করে জানা গিয়েছে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়েছেন কে এল রাহুল।
শনিবার রাতের দিকে হঠাৎই তলপেটে প্রচন্ড ব্যাথা অনুভব করেন কে এল রাহুল। তারপর ফ্র্যাঞ্চাইজি ডাক্তার তাকে ওষুধ দেয় সেই ঔষুধে কাজ না হওয়ায় সঙ্গে সঙ্গে রাহুলকে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে পরীক্ষা করে জানা গিয়েছে অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়েছেন রাহুল। পাঞ্জাব কিংস এর তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অস্ত্রপচার হবে রাহুলের।
অস্ত্রপ্রচার হওয়ার জন্য আগামী বেশ কয়েকটি ম্যাচে কে এল রাহুলকে পাবে না পাঞ্জাব। রাহুলের অনুপস্থিতিতে রবিবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পাঞ্জাব দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন মায়াঙ্ক আগরওয়াল। এই মরশুমে সাতটি ম্যাচ খেলে 331 রান করে অরেঞ্জ ক্যাপ এর মালিক ছিলেন রাহুল। তবে আইপিএলের মাঝপথে হঠাৎ করে দলের সেরা তারকার ছিটকে যাওয়ায় বড়সড় ঝটকা লাগলো পাঞ্জাব শিবিরে।