প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ইসরোর প্রধান কে শিভান

বিন্দুমাত্র দূরত্ব থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ, এখনও অবধি ল্যান্ডার বিক্রমের খোঁজ নেই৷ তবে যে ইতিহাস করার স্বপ্ন দেখেছিলেন তা সাফল্যের একেবারে দৌড় গড়াতে গিয়েও বিফল হয়েছে তাতেই কার্যত হতাশ হয়ে পড়েছেন ইসরোর চেয়ারম্যান৷ শনিবার গভীর রাতে যখন নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও ল্যান্ডার বিক্রমের কোনও সাড়া মেলেনি তখন এক প্রকার চোখের জল মুছতে মুছতে সকলের সামনেই বিচ্ছিন্ন হওয়ার খবর জানান কে শিবন৷ এমনকি প্রধানমন্ত্রীর সামনেই কেঁদে ফেলেন৷  ইন্টারনেট থেকে সংবাদ মাধ্যম সর্বত্রই এই ছবি ও ভিডিও এখন ঘোরাফেরা করছে৷

ল্যান্ডার বিক্রমের বিচ্ছিন্ন হওয়ার ফলে তাঁরা ব্যর্থ নন, তাঁদের আরও এগিয়ে যেতে হবে এ ভাবেই প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছিলেন ইসরোর বিজ্ঞানীদের৷ এবার প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ইসরো চেয়ারম্যান কে শিবন৷ প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুপ্রাণিত হয়ে সমর্থন পাওয়ায় তিনি যথেষ্টই খুশি বলে মনে করছেন৷ শুধু তাই নয় প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে ভাষণের একটি অংশ তাঁর মন ছুঁয়ে গিয়েছে বলেই জানিয়েছেন কে শিবন,  আর তা হল- ফলের আশা নিয়ে বিজ্ঞানকে দেখা উচিত নয় বরং পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাওয়া দরকার তাতেই আসবে সুফল৷

চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান টু এর অবতরণ লাইভ দেখার জন্য ইসরোর প্রধান কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তার পর প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে এসে চোখের জল ধরে রাখতে পারেননি কে শিবন৷ ঠিক তখনই কে জীবনকে বুকে টেনে নিয়ে শান্ত না দিতে শুরু করেন প্রধানমন্ত্রী একই সঙ্গে বার্তাও দেন নতুন ভোর আসবেই৷ হাজার কোটি টাকার প্রজেক্টে এখনও অবধি সফল না হলেও একটু হতাশ প্রধানমন্ত্রী বড় বিজ্ঞানীদের আরও অনেক দূর এগিয়ে যাওয়ার উত্সাহ দিয়েছেন তিনি৷

অন্য দিকে আপাতত ভাবে ল্যান্ডার বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হলেও আগামী 14 দিন তাঁর সঙ্গে যোগাযোগের আপ্রান চেষ্টা করবে বিজ্ঞানীরা, শেষ ধাপে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে আর যোগাযোগ সম্ভব হয়নি এমনটাই বললেন শিবন৷ এই প্রথম চাঁদের দক্ষিণ মেরু অভিযানে গিয়েছিল কোনও দেশ৷ চন্দ্রযান টু এর জন্য অত্যাধুনিক মানের ক্যামেরা অরবিটার ল্যান্ডার ও রোভার ব্যবহার করেছিল ইসরো৷ এ ছাড়াও সেন্সরের সাহায্য নেওয়া হয়েছিল৷ বিভিন্ন কক্ষপথ অতিক্রম করার পর চন্দ্রপৃষ্ঠের কাছাকাছি গিয়েও আর দেখা যায়নি ল্যান্ডার বিক্রমকে তবে এই অভিযান ব্যর্থ নয় এমনটাই বলছেন বিশেষজ্ঞরা৷

সম্পর্কিত খবর