অ্যাভেঞ্জারসকে পেছনে ফেলে গুগল মোস্ট সার্চড ছবি ‘কবীর সিং’, রয়েছেন রানু মণ্ডলও!

বাংলাহান্ট ডেস্ক: ‘এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার’ এই গানটা গুগলকে উৎসর্গ করা হলে কিন্তু একদম মানানসই হত তাই না? সত্যিই তো, দৈনন্দিন জীবনে গুগলের ভূমিকা কেউ অস্বীকার করতে পারবেন কি? নিশ্চয়ই না। ঘুরতে ফিরতে যেকোনও দরকারে আমরা সবমসয় গুগলকেই স্মরণ করি। আর বছর শেষে গুগল আমাদের করা যাবতীয় প্রশ্নের ডালি খুলে সাজাতে বসে, কোন প্রশ্ন সবথেকে বেশি বার করা হয়েছে। কাকেই বা সবথেকে বেশি বার খুঁজেছে মানুষ। এটাকেই বলে গুগলের ‘সামআপ’। ২০১৯ শেষ হতে আর মাত্র কিছুদিন বাকি। তাই গুগলও শুরু করে দিয়েছে তার সমীক্ষা। আর তার ফল দেখেই চোখ ছানাবড়া সকলের।

গুগলের সার্চ ইঞ্জিনের সেরা দশ-এর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জনপ্রিয় ছবি ‘অ্যাভেঞ্জারস এন্ড গেম’। তাহলে প্রথমে কার স্থান?  উত্তর, কবীর সিং। হ্যাঁ ঠিকই পড়েছেন। অ্যাভেঞ্জারসকে ছাড়িয়ে গিয়েছে শাহিদ কাপুরের ছবি। আরও বিস্ময়কর তথ্য শুনবেন? সবথেকে বেশি খোঁজ কার পার্সোনালিটিদের তালিকায় রয়েছেন রানাঘাটের রানু মণ্ডল।

621dcea5c47d39e1c44fb2b13b74ab4d

গুগল ইন্ডিয়ার প্রকাশিত মোস্ট সার্চড এর তালিকায় অবশ্য চতুর্থ স্থানে রয়েছে কবীর সিং। প্রথম স্থান দখল করেছে ক্রিকেট বিশ্বকাপ। দ্বিতীয় স্থানে রয়েছে লোকসভা নির্বাচন। তৃতীয় স্থান অধিকার করেছে চন্দ্রযান ২। এক্ষেত্রেও কবীর সিংয়ের পরেই জায়গা পেয়েছে অ্যাভেঞ্জারস এন্ড গেম, পঞ্চম স্থানে।

surprise marvel releases a new full trailer and poster for avengers endgame social.0

তবে সবথেকে বেশি বার খোঁজ করা ছবির তালিকায় শআহিদের ছবিই প্রথম স্থান দখল করেছে। তৃতীয় স্থানে রয়েছে জোকার ও চতুর্থ স্থানে ক্যাপ্টেন মার্ভেল। এরপর সবই ভারতীয় ছবি। মোস্ট সার্চড পার্সোনালিটিদের তালিকায় শীর্ষে রয়েছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের নাম। রানু মণ্ডল রয়েছেন সপ্তম স্থানে। অপরদিকে গানের তালিকায় তাঁর গাওয়া ‘তেরি মেরি কাহানি’ রয়েছে দ্বিতীয় স্থানে।

Niranjana Nag

সম্পর্কিত খবর