পাঁচ পাঁচবার বিয়ে, একাধিকবার ধর্ম পরিবর্তন! কবীর সুমনের স্ত্রীদের নাম জানেন?

বাংলাহান্ট ডেস্ক: বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্যের জন্য চর্চায় উঠে আসেন কবীর সুমন (Kabir Suman)। জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী মূলত তাঁর গান, সুরের জন্য পরিচিত হলেও বর্তমানে তাঁর নামের সঙ্গে জড়িয়েছে বিতর্ক। বেফাঁস মন্তব্য করে বহুজনের বিরাগভাজনও হয়েছেন তিনি। তবুও অবিচল সুমন।

সম্প্রতি শিল্পীর একটি মন্তব্য নিয়ে বেশ চর্চা চলছে। পঞ্চায়েত ভোটে হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে খোলা চিঠি দিয়েছিলেন অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনেরা। তারই পালটা দিতে গিয়ে সুর চড়ান শাসক ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। বাম শাসনের অবসান চাইলেও এমন পরিবর্তন চাননি, অপর্ণা সেনের এই মন্তব্যের উত্তরে কবীর সুমন এদিন সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, ‘আমি মোট ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন, মনে হবে বিয়ে করে ঠিক হয়নি’।

Kabir suman 5 marriages and his wives name

দুই পক্ষের মন্তব্য পালটা মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে যেমন হট্টগোল চলছে, তেমনি কবীর সুমনের এই মন্তব্যকে ঘিরেও কৌতূহল উঁকি দিয়েছে আমজনতার মনে। সত্যিই কি পাঁচটা বিয়ে শিল্পীর? উইকিপিডিয়ায় তাঁর স্ত্রী হিসেবে সাবিনা ইয়াসমিনের নাম উল্লেখ করখ রয়েছে। তবে বিভিন্ন সূত্র মারফত কবীর সুমনের আরো কয়েকজন স্ত্রীর খোঁজ পাওয়া যায়। কারা তাঁরা?

কবীর সুমন নামে বহুল পরিচিত হলেও শিল্পীর আসল নাম সুমন চট্টোপাধ্যায়। জন্মগত ভাবে হিন্দু ধর্মাবলম্বী ছিলেন তিনি। কিন্তু জীবনে একাধিক বার ধর্ম পরিবর্তন করেছেন শিল্পী। ১৯৬৯ সালে প্রথম মার্কিন মুলুকে যান তিনি। ভয়েস অফ আমেরিকায় কাজ করার সময়ে তাঁর ঘনিষ্ঠতা বাড়ে ঢাকার মেয়ে সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে।

১০ বছর আমেরিকায় কাটিয়ে দেশে ফেরেন সুমন। তবে নাজমা যান ঢাকায়। সেখানে অবশ্য কিছুদিন থেকেই তিনি চলে আসেন কলকাতায়। দুজনে গড়িয়া স্টেশন এলাকায় এক বাড়িতে থাকতে শুরু করেন। সে সময়েই প্রথম ধর্মান্তরিত হন সুমন। তাও আবার নাজমাকে বিয়ে করার জন্য। কিন্তু সে সময়ে ধর্ম পরিবর্তনের পর তাঁর নাম হয়েছিল মহম্মদ ফারুক।

নাজমার সঙ্গে এরপর ফের জার্মানি পাড়ি দেন ফারুক ওরফে সুমন। ভয়েস অফ জার্মানিতে কাজ করতে করতে তাঁদের সম্পর্কে ভাঙন ধরে আর বিবাহ বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এরপর সুমনের সঙ্গে আলাপ হয় মারিয়ার। তাঁকে আবার তিনি বিয়ে করেন সুমন চট্টোপাধ্যায় হিসেবে। দত্তক নেন সন্তান। কিন্তু সে বিয়েও সুখের হয়নি সুমনের।

Kabir suman 5 marriages and his wives name

তাঁর বিরুদ্ধে শারীরিক মানসিক অত্যাচারের অভিযোগ আনেন মারিয়া। সে যাত্রা আত্মসমর্পণ করে জামিন পান সুমন। এই ঘটনা ১৯৯৯ সালের। ২০০১ সাল থেকে আবারও ঘন ঘন বাংলাদেশে যাতায়াত শুরু করেন কবীর সুমন। তখনি তাঁর আলাপ বাংলাদেশি গায়িকা সাবিনা ইয়াসমিনের সঙ্গে। দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

কিন্তু সুমন তখনো বিবাহিত রয়েছেন মারিয়ার সঙ্গে। বাধ্য হয়ে আবারো ধর্ম পরিবর্তনের দিকে ঝোঁকেন সুমন। কবীর সুমন নাম নিয়ে তিনি বিয়ে করেন সাবিনাকে। এই সমস্ত তথ্যই বিভিন্ন সূত্র মারফত প্রাপ্ত। তবে কবীর সুমনের অন্য স্ত্রীদের ব্যাপারে কোনো খবরই পাওয়া যায় না।


Niranjana Nag

সম্পর্কিত খবর