গুরুতর অসুস্থ কবীর সুমন, জ্বর-শ্বাসকষ্টের সমস‍্যা নিয়ে ভর্তি এসএসকেএমে

বাংলাহান্ট ডেস্ক: অসুস্থ প্রখ‍্যাত সঙ্গীতশিল্পী কবীর সুমন (kabir suman)। জ্বর, শ্বাসকষ্টের সমস‍্যা থাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। সোমবার ভোরে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করা হয়েছে করোনা পরীক্ষাও। তবে এখনো রিপোর্ট মেলেনি। চিকিৎসা চলছে সঙ্গীতশিল্পীর।

সোমবার ভোরবেলা হাসপাতালে ভর্তি করা হয় সুমনকে। এসএসকেএমের উডবার্ন ব্লকের ১০৩ নম্বর কেবিনে রয়েছেন তিনি। জানা যাচ্ছে, জ্বর ও আনুষঙ্গিক কিছু সমস‍্যা রয়েছে তাঁর। হাসপাতালে ভর্তি হওয়ার সময় শরীরে অক্সিজেনের মাত্রা ছিল ৯০। তবে এখন অক্সিজেন সাপোর্ট দিতে হচ্ছে সুমনকে। এছাড়াও চলছে প্রয়োজনীয় ওষুধ।

IMG 20210628 152037
জ্বর ও শ্বাসকষ্টের সমস‍্যা নিয়ে ভর্তি হন সুমন। তাই করোনা পরীক্ষাও করা হয়েছে তাঁর। তবে এখনো তার রিপোর্ট হাতে আসেনি। এছাড়াও আজই স্ক‍্যান, বুকের এক্স রে ও রক্ত পরীক্ষা করা হবে বলে খবর হাসপাতাল সূত্রে। এসএসকেএমের মেডিসিন বিভাগের প্রধান চিকিৎসক সৌমিত্র ঘোষের তত্ত্বাবধানে রয়েছেন কবীর সুমন।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই জ্বর হচ্ছিল সুমনের। ছিল সর্দি ও গলায় ব‍্যথাও। সে কারণে খেতে ও ঢোঁক গিলতে সমস‍্যা হচ্ছিল। রবিবার রাতে আচমকাই অবস্থার অবনতি ঘটে। শ্বাসকষ্টের সমস‍্যা শুরু হয় প্রবীণ শিল্পীর। তারপরেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসে সংক্রমণ রয়েছে সুমনের। অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে তাঁকে। ২ সদস‍্যের মেডিক‍্যাল বোর্ড গঠন হয়েছে কবীর সুমনের জন‍্য।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর