বাংলাহান্ট ডেস্ক: তিনি কখন কী বলে বসেন তার কোনো ঠিক ঠিকানা নেই। আর পাঁচজনের কাছে যা অস্বস্তিকর সেটাও অকপটে জনসমক্ষে বলে বসেন। কথা হচ্ছে কবীর সুমনকে (Kabir Suman) নিয়ে। সঙ্গীত জগৎকে নিজের অসামান্য সব সৃষ্টি দিয়ে সমৃদ্ধ করেছেন। কিন্তু এখন তাঁর জনপ্রিয়তা শুধুমাত্র বিতর্কের জন্য। বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে বেফাঁস মন্তব্য করে চর্চায় উঠে আসেন কবীর সুমন।
সম্প্রতি শিল্পীর একটি মন্তব্য নিয়ে বেশ চর্চা চলছে। পঞ্চায়েত ভোটে হিংসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করে খোলা চিঠি দিয়েছিলেন অপর্ণা সেনের মতো বিদ্বজ্জনেরা। তারই পালটা দিতে গিয়ে সুর চড়ান শাসক ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা। বাম শাসনের অবসান চাইলেও এমন পরিবর্তন চাননি, অপর্ণা সেনের এই মন্তব্যের উত্তরে কবীর সুমন এদিন সাংবাদিক সম্মেলনে মন্তব্য করেন, ‘আমি মোট ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন, মনে হবে বিয়ে করে ঠিক হয়নি’।
এক সাংবাদিককে উদ্দেশ্য করে সুমন বলেন, ‘আমি পাঁচবার বিয়ে করেছি। আপনি কি বিয়ে করেছেন? বুদ্ধিমান হলে করবেন না। নাহলে প্রতিবার বিয়ে করেই আপনার মনে হবে, এটা তো চাইনি। যতবারই পরিবর্তন করুন না কেন পছন্দ হবে না’। উদ্দেশ্য করে সুমন বলেন, ‘আমি পাঁচবার বিয়ে করেছি। আপনি কি বিয়ে করেছেন? বুদ্ধিমান হলে করবেন না। নাহলে প্রতিবার বিয়ে করেই আপনার মনে হবে, এটা তো চাইনি। যতবারই পরিবর্তন করুন না কেন পছন্দ হবে না’।
মন্তব্যটি নিয়ে চর্চা শুরু হলেও কবীর সুমনের কাছে এমনটা অপ্রত্যাশিত নয়। এর আগেও প্রকাশ্যে এমন অনেক মন্তব্যই তিনি করেছেন যা শুনে হতভম্ব হয়ে গিয়েছেন সকলে। কয়েক মাস আগে ৭৫ বছরের জন্মদিনে নিজের এনার্জির উৎস সম্পর্কে তিনি বলেছিলেন, কাম, মুক্ত কাম। সুমনের কথায়, তাঁর বয়স হয়েছে। রাতে ঘুম হয় না ভাল। কিন্তু এখনো তিনি বিছানায় সক্ষম।
নিজের বাবা মা সম্পর্কেও বিস্ফোরক মন্তব্য করেছিলেন সুমন। তিনি বলেছিলেন, সম্পর্ক নিয়ে কখনো ছুঁতমার্গ দেখেননি তিনি বাবা মায়ের মধ্যে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, ‘ছেলেবেলা থেকে যৌবনকাল অবধি মা বাবাকে দস্তুরমতো চুমু খেতে দেখেছি, লুকিয়ে নয়, আমার সামনেই তাঁরা আদর করতেন।’ তাঁর এই লেখা নিয়েও সে সময়ে শোরগোল পড়েছিল।