বাংলাহান্ট ডেস্ক: কবীর সুমনকে (Kabir Suman) নিয়ে যতই বিতর্ক হোক না কেন, একথা কারোর অস্বীকার করার উপায় নেই যে সঙ্গীত জগতের প্রতি তাঁর অবদান প্রচুর। তাঁর গান, সুর সঙ্গীতপ্রেমী বাঙালির কাছে নস্টালজিয়া। বিতর্ক দূরে সরিয়ে রাখলে ‘গানওয়ালা’র গান আজো একই রকম ভাবে মুগ্ধ করে সকলকে। কিন্তু সম্প্রতি কবীর সুমনের একটি ঘোষণায় থ হয়ে গিয়েছেন তারা।
সম্প্রতি বাংলাদেশি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কবীর সুমন স্পষ্ট জানান, তিনি ভারতে আর আধুনিক গান গাইবেন না। ওপার বাংলার একটি অনুষ্ঠানে গিয়ে সেখানকার সংবাদ মাধ্যমের সামনে তিনি এই ঘোষণা করেন। কিন্তু নিজের দেশেই আর কখনো গান না গাইবার সিদ্ধান্তের কারণ কী তাঁর?
কবীর সুমনের কথায়, তিনি ভারতে আর গান গাইবেন না, বাংলাদেশে গাইবেন। ১৩ বছর পর ওপার বাংলায় গিয়েও উষ্ণ আতিথেয়তা পেয়েছেন তিনি। বাংলাদেশে কেউ তাঁকে অপমান করেনি। কিন্তু ভারতে ছিল অন্য চিত্র। কবীর সুমন জানান, বাংলাদেশে যাওয়ার কিছুদিন আগে দূর্গাপুজোর পঞ্চমীর দিন কলামন্দিরে একটি অনুষ্ঠান ছিল তাঁর।
সুমন অভিযোগ করেন, পুরো অনুষ্ঠান জুড়েই শুধু শ্রোতাদের মোবাইল ফোনের আওয়াজ শুনতে পেয়েছেন তিনি যা তাঁর কাছে অসম্মানজনক। বাংলাদেশে সেটা হয়নি। তাই সুমনের সিদ্ধান্ত তিনি ভারতে আর আধুনিক বাংলা গান গাইবেন না। বাংলা খেয়াল গাইবেন।
উল্লেখ্য, দীর্ঘ এক দশক পর বাংলাদেশে গিয়ে অনুষ্ঠান করেছিলেন কবীর সুমন। দর্শকদের ঢল উপচে পড়েছিল অডিটোরিয়ামে। ওপার বাংলার ঢালাও প্রশংসা শোনা গিয়েছিল শিল্পীর মুখে। এমনকি তিনি এও বলেছিলেন, বাংলাদেশ যদি তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব দিতে চায় তাহলে তিনি নিশ্চয়ই গ্রহণ করবেন।