বড় সিদ্ধান্ত! আর আধুনিক গানের অনুষ্ঠান করবেন না কবীর সুমন, কি এমন হল গায়কের?

বাংলা হান্ট ডেস্ক: বাংলা গানের তিনি অত্যন্ত এক জনপ্রিয় গায়ক। তাঁর গানে বুঁদ হয়ে থাকেন অসংখ্য বাঙালি। কিন্তু, তিনিই এবার নিয়ে নিলেন এক বড় সিদ্ধান্ত। শুধু তাই নয়, এই প্রসঙ্গে তিনি উপস্থাপিত করলেন বিস্তারিত তথ্যও। উল্লেখ্য যে, সম্প্রতি কবীর সুমন (Kabir Suman) ঘোষনা করেছেন যে তিনি আর কোনো অনুষ্ঠানে আধুনিক গান গাইবেন না। ইতিমধ্যেই এই বিষয়ে ফেসবুকে একটি পোস্ট করেছেন তিনি।।

যেখানে তিনি বলেছেন, তাঁর ৭৫ বছরের জন্মদিন উপলক্ষ্যে আগামী ১৭ মার্চ, তিনি একটি অনুষ্ঠানে গাইবেন বাংলা খেয়াল ও আধুনিক গান। আর ওই অনুষ্ঠানেই শেষবারের মতো তিনি আধুনিক গান গাইবেন বলে জানান এই গায়ক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “১৭ মার্চ ২৪, সন্ধ্যাবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুনিক গানের অনুষ্ঠান।” পাশাপাশি, তিনি আধুনিক গান না গাইলেও এখন থেকে নিয়মিত বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করতে চান বলেও জানান। উল্লেখ্য যে, আগামী ১৭ মার্চ, ইস্টার্ন মেট্রোপলিটন ক্লাবে তিনি তাঁর শেষ আধুনিক গানের অনুষ্ঠান করবেন। ওই অনুষ্ঠানের টিকিট অনলাইনে বিক্রি হচ্ছে।

Kabir Suman will not perform modern songs

এদিকে পড়শি দেশ বাংলাদেশের বিষয়েও তিনি নিজের মতামত ব্যক্ত করেন। তাঁর মতে, “আধুনিক গানের অনুষ্ঠান করতে বাংলাদেশেও আর যেতে পারব না। তবে, বাংলা খেয়ালের অনুষ্ঠান করতে চাই, করবও। বাকি জীবন আমার মাতৃভাষায় খেয়াল গান রচনা করে যেতে, গেয়ে যেতে আর যথাসম্ভব শিখিয়ে যেতে চাই।”

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়ল Facebook-Instagram! আচমকাই বন্ধ পরিষেবা, রয়েছে বড় বিপদের আশঙ্কা

প্রসঙ্গত উল্লেখ্য যে, গত বছরের নভেম্বর মাসে কবীর সুমন ঢাকায় চার দিনের বাংলা খেয়াল কর্মশালা করেন। এদিকে, শহর কলকাতাতেও তিনি বাংলা খেয়ালের অনুষ্ঠান করেন এবং সেটি তিনি চালিয়ে যেতে চান। বর্ষীয়ান এই শিল্পী সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছিলেন। এদিকে কয়েকদিন আগেই তিনি জানান যে আর কলকাতায় থাকতে চান না গায়ক। এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় জানান বাংলাদেশেই কবীর সুমন তাঁর শেষ জীবন কাটাতে চান।

আরও পড়ুন: মহাশিবরাত্রির আগে স্বপ্নে দেখেছেন এই ৬ টি জিনিস? রয়েছে শুভ সংকেত! ঘুরবে আপনার ভাগ্যের চাকা

শুধু তাই নয়, তাঁর ইচ্ছে হল তিনি মারা যাওয়ার পর যেন তাঁর মরদেহ বাংলাদেশেরই কোনো হাসপাতালের কাজে লাগানো হয়। কবীর সুমন জানিয়েছেন, বাংলাদেশের নাগরিকরাই তাঁকে তাঁর প্রাপ্য সম্মানটুকু দেন। পাশাপাশি তিনি এটাও জানান যে, রাজ্যে সনাতনধর্মীয় বঙ্গজদের মত বাংলাদেশে তাঁকে কেউ অপমান করেন না। এদিকে বাংলাদেশে থাকার ইচ্ছে প্রকাশ করে গায়ক জানিয়েছেন, তিনি তাঁর শেষ জীবনটি বাংলাদেশে থেকেই মাতৃভাষার সেবা করতে চান। শরীর অনুমতি দিলে তিনি শেখাতে চান বাংলা খেয়ালও।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর