জীবনেও শোনেননি ঝিনচ‍্যাক বলিউডি গান, আজ এই ইন্ডাস্ট্রিতেই নিজের কণ্ঠের জোরে প্রতিষ্ঠিত কৈলাশ খের

বাংলাহান্ট ডেস্ক: বহু নামীদামী, প্রখ‍্যাত গায়ক গায়িকাদের জায়গা দিয়েছে বলিউড (Bollywood)। হিন্দি ইন্ডাস্ট্রি যে শুধু নেপোটিজমের ধুয়োতেই চলে এমনটা কিন্তু নয়। তারকা সন্তানরা যেমন এখানে সুযোগ পান, তেমনি বহু তথাকথিত বহিরাগত শিল্পীরাও নিজের দমে পায়ের তলার মাটি শক্ত করেছেন ইন্ডাস্ট্রিতে। তাঁদের মধ‍্যে একজন হলেন কৈলাশ খের (Kailash Kher)।

বলিউডের প্রথম সারির সঙ্গীতশিল্পীদের মধ‍্যে একজন তিনি। তাঁর অদ্ভূত সুন্দর কণ্ঠস্বর আর পাঁচজন গায়কের থেকে আলাদা করেছে কৈলাশকে। তেরি দিওয়ানি, সাইয়াঁ, আল্লাহ কে বন্দে, আও জি,  তাঁর সুপারহিট গানের ঝুলি ভরবার নয়। আজ ৭ জুলাই ৪৯ এ পা দিলেন এই প্রতিভাবান গায়ক।

Kailash
বলিউডে কোনো গডফাদার ছিল না কৈলাশের। মুম্বইয়ের বাইরে থেকে এসে নিজস্ব একটি গানের জগৎ তৈরি করে নিয়েছেন তিনি। ১৯৭৩ সালে মীরাটে জন্মগ্রহণ করেছিলেন কৈলাশ খের। ছোট থেকেই গানের ভক্ত তিনি। বাবার কাছে সঙ্গীত শিক্ষা হয়েছিল কৈলাশের। মাত্র ১৩ বছর বয়সে গানের চর্চা করবেন বলে নিজের পরিবারের অমতে গিয়ে দিল্লি চলে এসেছিলেন তিনি।

দিল্লি এসে নিজে গান শেখার পাশাপাশি টাকার প্রয়োজনে গান শেখাতেনও কৈলাশ খের। গানের জগতেই কেরিয়ার তৈরি করার কথা ভেবে রেখেছিলেন কৈলাশ। তবে মুম্বইতে এসে পায়ের তলার মাটি শক্ত করার জন‍্য কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। শেষমেষ অক্ষয় কুমার প্রিয়াঙ্কা চোপড়ার ‘আন্দাজ’ ছবির ‘রব্বা ইশক না হোভে’ গানটি জনপ্রিয়তা এনে দেয় কৈলাশকে।

শুধু বলিউড না, দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও গান গেয়েছেন তিনি। ২০ টি ভাষায় ৭০০ র ও বেশি গান গেয়েছেন তিনি। আন্তর্জাতিক মঞ্চেও গান গেয়েছেন কৈলাশ। ২০১৭ সালে পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় তাঁকে। তবে মজার কথা কী জানেন? বলিউডে পা রাখার আগে কোনোদিন বলিউডি গান শোনেনই নি কৈলাশ খের!


Niranjana Nag

সম্পর্কিত খবর