অমিত সরকার: অবশেষে মুখ্যমন্ত্রীর ঘোষণার মধ্যে দিয়ে তা কার্যকর হবে জানুয়ারী মাস থেকে। তবে বিভিন্ন মহল থেকে অভিযোগ করা হচ্ছে নানান যুক্তি দেখান হচ্ছে জে কিছু ধোঁয়াশা আছে এই ঘোষণার মধ্যে যা এখনও স্পষ্ট নয়।
কিন্তু এই সবের মধ্যেই বিজেপি নেতারা সপ্তম বেতন কমিশনের জিগির তুলে দিয়েছেন। আজ মমতাকে তোপ দেগে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় আশ্বাস দিলেন, বিজেপি ক্ষমতায় আসলে চালু হবে সপ্তম বেতন কমিশন।
বিজয়বর্গীয় বলেন ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মচারীদের শোষণ করেছে। মধ্যপ্রদেশ হোক বা রাজস্থান কর্মচারীরার সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন পাচ্ছেন। কিন্তু আজও পশ্চিমবঙ্গে কর্মচারীদের সঙ্গে অন্যায় হচ্ছে’।
তিনি আরও বলেন পশ্চিমবঙ্গে বিজেপি-র সরকার ক্ষমতায় এলে সপ্তম বেতন কমিশন গঠন করবে। তাদের সুপারিশ অনুযায়ী দেওয়া হবে বেতন।