নিজস্ব সংবাদদাতা,নদিয়াঃ শনিবার কৃষ্ণনগরে এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কে জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিলেন কৈলাস বিজয়বর্গীর।এদিন সাংবাদিক সন্মেলনের পাশাপাশি বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গী অভিযোগ করেন,রাজ্য প্রশাসন মূর্তি ভাঙার তদন্ত করলে তা নিরপেক্ষ হবে না।
হাইকোর্টের নজরদারিতে বা কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই তদন্ত করা উচিত বলেও দাবি করেন তিনি।বিজেপি বিদ্যাসাগর কে চেনেনা তাই তার মূর্তি ভেঙেছে,শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের প্রেক্ষিতে কৈলাস বাবু বলেন,আমি পার্থকে চিনি,আর খুব শীঘ্রই চিটফান্ড কাণ্ডে পার্থ জেলে যাবে।
পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায় এর সাথে চিটফান্ড কোম্পানির পারিবারিক সম্পর্ক আছে বলেও অভিযোগ করেন কৈলাসবাবু।তার দাবি তদন্ত হলেই সবকিছু সামনে চলে আসবে।