স্বস্তির খবর, ৩০-৪০কি.মি বেগে আসতে চলেছে কালবৈশাখী

 

বাংলা হান্ট ডেস্ক

বৃষ্টির ছিঁটেফোঁটাও নেই গত সোম, মঙ্গলবারের পর থেকে। বর্ষা এখনও বেশ দূরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে গত দু সপ্তাহের মধ্যে বর্ষার টিকিটিও দেখা যাবেনা কলকাতা তে।

 

তবে, এরই মাঝে স্বস্তির খবর হলো, আগামী দুই থেকে তিন ঘন্টার মধ্যেই ধেয়ে আসতে চলেছে কালবৈশাখি।ঘন্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় আসতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর সহ ওখানকার সমস্ত জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হয়েছে।

a4c73 cyclone fani pti 1557946885

কিন্তু কলকাতা তে অবস্থার পরিমাণ একচুল ও নড়চড় হবেনা। তীব্র তাপপ্রবাহ একই অবস্থায় থাকলেও আপাতত শহরবাসী এই অবস্থা থেকে মুক্তির কোনো আলো দেখতে পাবেন না।


সম্পর্কিত খবর