বিয়ের বছর ঘুরতেই এক ছেলের মা, ঘটা করে সদ‍্যোজাতর নাম জানালেন কাজল আগরওয়াল

বাংলাহান্ট ডেস্ক: সদস‍্য সংখ‍্যা বেড়েছে কাজল আগরওয়াল (Kajal Aggarwal) ও গৌতম কিচলুর (Gautam Kitchlu) পরিবারে। ১৯ এপ্রিল, মঙ্গলবার সকালে মা হয়েছেন অভিনেত্রী। তাঁরা মুখে কুলুপ আঁটলেও সুখবরটা ফাঁস হয়ে গিয়েছিল মিডিয়ায়। অবশেষে বুধবার ঘটা করে ছেলে হওয়ার খবর প্রকাশ করলেন কাজল গৌতম‌। জানালেন প্রথম সন্তানের নামও।

অভিনেত্রীর স্বামী গৌতম সন্তান হওয়ার সুখবর শেয়ার করেছেন সোশ‍্যাল মিডিয়ায়। ছেলের নাম তাঁরা রেখেছেন, নীল কিচলু‌। তারকা দম্পতির তরফে বার্তায় লেখা হয়েছে, “আমাদের হৃদয় কৃতজ্ঞতায় পরিপূর্ণ। আপনাদের সবার ভালবাসা আর আশীর্বাদের জন‍্য অনেক ধন‍্যবাদ।”

IMG 20220419 190355
সূত্রের খব‍র বলছে, মঙ্গলবার সকালে মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে সন্তানের জন্ম দেন কাজল। মা ও সদ‍্যোজাত দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। গৌতমের তরফে সোশ‍্যাল মিডিয়ায় সুখবরটা জানানো হলেও এখনো পর্যন্ত কোনো বার্তা দেননি অভিনেত্রী‌।

ব‍্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে ২০২০ র ৩০ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস‍্যরাই সেখানে উপস্থিত থাকবেন।’

https://www.instagram.com/p/Ccj472RLV5D/?igshid=YmMyMTA2M2Y=

প্রথম বিবাহ বার্ষিকীর কয়েক মাস পরেই সন্তানসম্ভবা হওয়ার সুখবর দিয়েছিলেন কাজল। সোশ‍্যাল মিডিয়ায় কাজলের সঙ্গে একটি ছবি শেয়ার করে বেশ সাংকেতিক ভাবেই সুখবরটা ফাঁস করেছিলেন গৌতম। তিনি লিখেছিলেন, ‘২০২২ তোমার দিকে তাকিয়ে আছি।’ সঙ্গে একজন গর্ভবতী মহিলার ইমোজিও জুড়ে দিয়েছিলেন তিনি। তারপর থেকে অন্তঃসত্ত্বাকালীন ফটোশুট এবং সাধ খাওয়ার ছবিও শেয়ার করেছেন কাজল।

Niranjana Nag

সম্পর্কিত খবর