কারোর ভাবার দরকার নেই আমার বিয়ে নিয়ে, রেগে আগুন কাজল আগরওয়াল

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে টলিউড, সবজায়গাতেই বেশ জনপ্রিয় কাজল আগরওয়াল। আর হবে নাই বা কেন, পাঞ্জাবের এই কন্যার যেমন মিষ্টি রূপ তেমনই ঈর্ষনীয় অভিনয় দক্ষতা। একের পর এক হিট ছবি দিয়েই চলেছেন তিনি। তবে কেরিয়ারের পাশাপাশি নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কী পরিকল্পনা রয়েছে তাঁর? বিয়েটাই বা করছেন কবে? এসব প্রশ্নের জবাব আগেই দিয়েছেন কাজল। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, খুব শীঘ্রই বিয়ে করার পরিকল্পনা রয়েছে তাঁর।

কিন্তু সম্প্রতি বিজয়ওয়াড়ায় এক শপিং মলের উদ্বোধনে এসে সম্পূর্ণ ভোল পালটে ফেললেন কাজল। একই প্রশ্নের উত্তরে রেগে আগুন হয়ে অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর বিয়ে নিয়ে কারওর ভাবার কোনও প্রয়োজন নেই।

screen 15

স্বাভাবিক ভাবেই নেটিজেনরা হতভম্ব হয়ে গিয়েছেন কাজলের এই দ্বৈত আচরণে। প্রসঙ্গত, এর আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে কাজল জানিয়েছিলেন, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। একজন যত্নবান স্বামীরই কামনা করেন তিনি। শোনা গিয়েছিল, একজন ব্যবসায়ীর গলাতেই মালা দিতে চলেছেন কাজল। তাঁর কথায়, “দীপিকা, প্রিয়াঙ্কাকে বিয়ে করতে দেখে আমারও ইচ্ছা হয়েছিল বিয়ে করার। কিন্তু তারপর আমি ভেবে দেখলাম এই মুহূর্তে নিজের কেরিয়ারের শীর্ষ স্থান েরয়েছি আমি। বিয়ে অপেক্ষা করতে পারে।”

eblvsyd4 thiocHaghadib

নিজের জীবনের প্রেম নিয়েও মুখ খুলেছিলেন কাজল আগরওয়াল। জানিয়েছিলেন, দুবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। প্রথমটা তাঁর অভিনয় জগতে পা রাখার আগে ও পরেরটা অভিনয়ে আসার পর। অবশ্য তাঁরা দুজনেই অভিনয় দুনিয়ার বাইরের মানুষ ছিলেন। কিন্তু কাজলের শেষ সম্পর্কটা ভেঙে যায় তাঁর সম্পর্কে যথেষ্ট সময় না দিতে পারার জন্য।

Niranjana Nag

সম্পর্কিত খবর