স্বপ্নের হানিমুন, বিকিনি পরে জলে গা ভাসিয়ে ব্রেকফাস্ট সারছেন কাজল, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন আগেই মালদ্বীপে মধুচন্দ্রিমা সেরে মুম্বই ফিরে এসেছেন কাজল আগরওয়াল (kajal aggarwal) ও গৌতম কিচলু (gautam kitchlu)। কিন্তু এখনো সম্ভবত স্বপ্নের মধুচন্দ্রিমা থেকে বেরোতে পারেননি অভিনেত্রী। তাই মুম্বই ফিরেও এখনো শেয়ার করে চলেছেন মালদ্বীপ হানিমুনের ছবি।

সম্প্রতি ফের হানিমুন অ্যালবাম ঘেঁটে একটি অসাধারন ছবি শেয়ার করেছেন কাজল। ছবিতে দেখা যাচ্ছে বিকিনি পরে পুলের জলে গা ভাসিয়ে ব্রেকফাস্ট সারছেন অভিনেত্রী। পেছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। এমনটাই এখন ‘মুড’ বলে ছবির ক‍্যাপশনে উল্লেখ করেছেন কাল।


প্রসঙ্গত, মালদ্বীপে বিলাসবহুল দ‍্য মুরাকা হোটেল মধুচন্দ্রিমার জন‍্য বেছে নিয়েছিলেন কাজল ও গৌতম। তবে এই হোটেলের বিশেষত্ব হল সমুদ্রের নীচে মাছেদের সাম্রাজ‍্যে থাকার অভিজ্ঞতা। ঘরগুলি ডিজাইন করা তেমন ভাবেই। এখানেই স্বামীর সঙ্গে একান্ত সময় কাটান কাজল।

https://www.instagram.com/p/CH-OKkonyJp/?igshid=aj5uuwrtal05

অনুরাগীদের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নেন অভিনেত্রী। কখনো বিছানায় বসে আবার কখনো স্বামীর আলিঙ্গন আবদ্ধ হয়ে মাছেদের দেখতে ব‍্যস্ত কাজল। ছবিগুলি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায় সোশ‍্যাল মিডিয়ায়।

মধুচন্দ্রিমায় গিয়ে প্রথম থেকেই একের পর এক ছবি ভিডিও শেয়ার করেছেন কাজল। সমুদ্রকে ব‍্যাকগ্রাউন্ডে রেখে লাল টুকটুকে ব‍্যাকলেস গাউনে কাজলের ছবি চরম ভাইরাল হয় নেটদুনিয়ায়। নীল রঙা টু পিসেও গৌতমকে পাশে নিয়ে নজর কাড়েন তিনি। শরীরচর্চা করার ছবিও শেয়ার করেন কাজল।

https://www.instagram.com/p/CHo_jPbH3zM/?igshid=2xw9nj7qli0i

এছাড়া গৌতমকে সঙ্গে নিয়ে সমুদ্রের জলে স্কুবা ডাইভিংও করতে দেখা যায় কাজলকে। কালো বিকিনিতে অপূর্ব দেখাচ্ছিল অভিনেত্রীকে। জলের নীচে স্কুবা ডাইভিং করার সেই সব ছবিও শেয়ার করেন কাজল।

https://www.instagram.com/p/CHo-jz-HeYh/?igshid=17nwfzmsxwntu

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে বর কনের পরিবার ও দুজনের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতেই হয় বিয়ে। মুম্বইয়ের সাত তারা হোটেল দ‍্য তাজ মহল প‍্যালেসকেই কাজল বেছে নিয়েছিলেন বিয়ের ভেন‍্যু হিসেবে। দুধ সাদা গোলাপ, অর্কিড ও গোলাপি রঙের ছোঁয়ায় স্বপ্নপুরীর মতো সাজানো হয়েছিল কাজল গৌতমের বিয়ের আসর। পাঞ্জাবি ও দক্ষিণী দুই রীতিতেই হয় বিয়ে।

সম্পর্কিত খবর

X