প্রথম বিবাহবার্ষিকীর আগেই সুখবর, পরিবারের নতুন সদস‍্যের সঙ্গে আলাপ করালেন কাজল আগরওয়াল

Published On:

বাংলাহান্ট ডেস্ক: গত বছর করোনা আবহের মধ‍্যেই বিয়ের পিঁড়িতে বসেছিলেন অভিনেত্রী কাজল আগরওয়াল (kajal aggarwal)। অন‍্য তারকাদের মতো লুকিয়ে চুরিয়ে নয়, বরং বিয়ের ঘোষনাটা প্রকাশ‍্যে সোশ‍্যাল মিডিয়ায় করেছিলেন অনুরাগীদের জন‍্য। যদিও আচমকা অভিনেত্রীর এমন ঘোষনায় বেশ চমকেই গিয়েছিলেন সকলে। অক্টোবরের শেষেই গৌতম কিচলুর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন কাজল।

এদিকে প্রথম বিবাহ বার্ষিকীর আগেই পরিবারে নতুন সদস‍্য আসার সুখবর দিয়ে দিয়েছেন কাজল। বিয়ের এক বছরের মাথাতেই প্রথম সন্তানে মা হয়েছেন অভিনেত্রী। পরিবার বাড়ার আনন্দ সোশ‍্যাল মিডিয়াতেও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন কাজল। ছোট্ট সদস‍্যকে কোলে নিয়ে ছবি শেয়ার করেছেন তিনি সোশ‍্যাল মিডিয়ায়।


কাজলের পরিবারের এই নতুন সদস‍্য আসলে এক ছোট্ট কুকুর ছানা। তার সঙ্গেই সকলের আলাপ করিয়ে দিয়েছেন কাজল। লিখেছেন, ‘আমাদের পরিবারের নতুন সদস‍্যের সঙ্গে আলাপ করাই, ছোট্ট মিয়া! যারা আমাকে চেনে তারা সকলেই জানে যে ছোট থেকেই আমার কুকুরের প্রতি ভয়। অপরদিকে গৌতম একজন পশুপ্রেমী। ছোট থেকেই ও পোষ‍্যদের সঙ্গে বড় হয়ে উঠেছে, ওদের ভাষা বোঝে।’

কাজলের কথায়, ‘জীবন আমাদের ভালবাসা ছড়িয়ে দিতে শেখায়। মিয়া ওর সঙ্গে এত ভালবাসা, আদর আর উত্তেজনা নিয়ে এসেছে আমাদের জীবনে। আমি আর অপেক্ষা করতে পারছি না এই নতুন সফরের জন‍্য।’ কাজলের ইন্ডাস্ট্রির সতীর্থ ও অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিয়েছেন মিয়াকে।

https://www.instagram.com/p/CU1-il8Melp/?utm_medium=copy_link

ব‍্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে গত বছরের ৩০ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস‍্যরাই সেখানে উপস্থিত থাকবেন। এই মহামারি আমাদের আনন্দ অনেকাংশে ম্লান করে দিয়েছে কিন্তু আমরা একে অপরের সঙ্গে নতুন জীবন শুরু করার উত্তেজনায় বিভোর। আমরা জানি আপনারা আমাদের উৎসাহ দেবেন। এতদিন ধরে আমাকে এত ভালবাসার জন‍্য আমি সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের নতুন জীবন শুরু করার আগে সবার আশীর্বাদ চাই। আমি সকলকে যেমন আনন্দ দিতাম তেমনই করে যাব। সবাইকে পাশে থাকার জন‍্য ধন‍্যবাদ।’


করোনা পরিস্থিতিতে বর কনের পরিবার ও দুজনের ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের উপস্থিতিতেই হয় বিয়ে। মুম্বইয়ের সাত তারা হোটেল দ‍্য তাজ মহল প‍্যালেসকেই কাজল বেছে নিয়েছিলেন বিয়ের ভেন‍্যু হিসেবে। দুধ সাদা গোলাপ, অর্কিড ও গোলাপি রঙের ছোঁয়ায় স্বপ্নপুরীর মতো সাজানো হয়েছিল কাজল গৌতমের বিয়ের আসর। পাঞ্জাবি ও দক্ষিণী দুই রীতিতেই হয় বিয়ে।

সম্পর্কিত খবর

X