কাজল আওয়ারগাল প্রভাস কে বিয়ে করতে চান?

বাংলা হান্ট ডেস্ক: দক্ষিণ ভারতীয় সিনেমার ইয়াং রেবেল স্টার প্রভাসের বিয়ে এবং আনুশকার সঙ্গে তাঁর তথাকথিত সম্পর্ক  নিয়ে অনেক জল্পনা বহুকাল ধরে। যদিও সেই বিষয়ে প্রভাস ও আনুশকা দুজনেই জানান এই সমস্ত কেবলই গুজব আর কিছু না। তারা একে অপরের খুবই ভালো বন্ধু। কিন্তু তাদের কে নিয়ে গুঞ্জন এখনও থামেনি আর রাজামৌলির ম্যাগনাম অপুশ বাহুবলি এবং তার সাম্প্রতিক ছবি সাহো মুক্তি পাওয়ায় জল্পনা আরো বাড়তে থাকে। তবে এই সমস্ত কিছুর মাঝে বলিউড ‘সিংহাম’ অভিনেত্রী কাজল আগরওয়াল সম্প্রতি তার ও প্রভাসের বিয়ে নিয়ে একটি বড় চমক দেন।   

 

সম্প্রতি একটি সাক্ষাৎকারে কাজল প্রভাস, রাম চরণ এবং এনটিআর কে নিয়ে এক বড় খবর প্রকাশ করেন। ভিওটি-র “ফিট আপ উইথ দ্য স্টার্স তেলুগু” অনুষ্ঠানে সেলিব্রিটি গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন কাজল। সেখানেই তাকে তাঁর বিয়ের পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞাস করা হয়। তিনি জানান, “হ্যাঁ, আমি বিয়ে করার পরিকল্পনা করছি।”  একই সময়ে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ‘সে তার স্বামীর মধ্যে কী গুণাবলি চায়?’ কাজল জানান, ‘অনেক কিছুই হওয়া উচিত তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিবাচক, যত্নশীল এবং আধ্যাত্মিক হওয়া।’ এর সাথে কাজল আগরওয়াল আরও বলেন, ‘আমি খুব আধ্যাত্মিক। আমার কাছে শিবের একটি ছোট প্রতিমাও রয়েছে যা আমি আমার সাথে সর্বত্র নিয়ে যাই।’ 

kajal says she wants to marry b 2910191244

এর পরই কাজলকে প্রশ্ন করা হয়, “রামচরণ, তারক ও প্রভাসের মধ্যে কে আপনি কাকে ‘কিল, হুক আপ এবং মেরি’ করবেন। কাজল এর উত্তরে চমকে যায় সকলেই। তিনি  বলেন, “আমি রামচরণকে হত্যা করব, তারকের সাথে সম্পর্ক রাখব এবং প্রভাসকে বিয়ে করব।”

 

কাজলের মুখে এই উত্তর টি শুনে অনেক কাজল-প্রভাস শিপ ফ্যানরা খুবই খুশি হয়েছে। প্রভাস ও কাজল কে ঘিরেও জল্পনা কিছু কম নয়। তেমনটিই জানা যায় কাজল ও  প্রভাসের  “ডার্লিং”-এ অন স্ক্রীন রোমান্স দেখার মত ছিল এবং সেটি তাদের ফ্যানদের মধ্যে আলাদা জায়েগা করে নিয়েছে।

সম্পর্কিত খবর