ব‍্যাচেলর জীবনের বাকি মাত্র ২দিন, বোনের সঙ্গে চুটিয়ে পাজামা পার্টি করলেন কাজল, ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরেই বলিউডে একের পর এক সুখবর শোনা যাচ্ছে। বিয়ের মরশুমও শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী কাজল আগরওয়াল (kajal aggarwal)। অভিনেত্রীর বাড়িতে ইতিমধ‍্যেই ধুমধামের সঙ্গে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠানের তোড়জোড়।

বাকি আর মাত্র ২ দিন। আগামী ৩০ অক্টোবরেই ব‍্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন কাজল। বিয়েল অনুষ্ঠানের তোড়জোড় ইতিমধ‍্যেই শুরু হয়ে গিয়েছে অভিনেত্রীর বাড়িতে। ব‍্যাচেলর জীবনের শেষ দুটি দিন চুটিয়ে উপভোগ করে নিচ্ছে কাজল।


সম্প্রতি বোনের সঙ্গে বাড়িতে পাজামা পার্টির আয়োজন করেছিলেন কাজল। সোশ‍্যাল মিডিয়াতে সেই ছবিও শেয়ার করেছেন তিনি। বোনের সঙ্গে পাজামা পরে ক‍্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। তাদের সঙ্গে যোগ দিতে দেখা গিয়েছে এক খুদেকেও।

https://www.instagram.com/p/CG2upPnH2vM/?igshid=1rnsfn2qwhvwk

https://www.instagram.com/p/CG2ugSqnd3q/?igshid=1vadofc94q0en

https://www.instagram.com/p/CG1I7oQHWEI/?igshid=o9tif4yg8tel

এর আগে দশেরায় হবু স্বামী গৌতম কিচলুর সঙ্গে ছবি শেয়ার করেছিলেন কাজল‍। দুজনেই ম‍্যাচিং করে পরেছিলেন নীল পোশাক। কাজলের পরনে ছিল নীল ও সোনালি রঙের শারারা। পাশে গৌতমকে দেখা গিয়েছিল গাঢ় নীল শেরওয়ানিতে।

https://www.instagram.com/p/CGxkjhbnivO/?igshid=z0j90h9r91vh

প্রসঙ্গত, ব‍্যবসায়ী গৌতম কিচলুর সঙ্গে আগামী ৩০ অক্টোবর বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন অভিনেত্রী। সোশ‍্যাল মিডিয়ায় এই সুখবর শেয়ার করে তিনি লেখেন, ‘আমি এটা জানাতে পেরে খুবই আনন্দিত যে আগামী ৩০ অক্টোবর গৌতম কিচলুর সঙ্গে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছি। মুম্বইতে পারিবারিক অনুষ্ঠান করেই আমাদের বিয়ে সম্পন্ন হবে। আমাদের দুই পরিবারের সদস‍্যরাই সেখানে উপস্থিত থাকবেন।’

কাজলের হবু বর গৌতম কিচলু একজন ব‍্যবসায়ী। ইন্টেরিয়র ডিজাইন ও গৃহসজ্জার অনলাইন ব‍্যবসা রয়েছে তাঁর। সোশ‍্যাল মিডিয়ায় মাঝে মাঝেই নিজের কাজ সংক্রান্ত ছবি শেয়ার করেন গৌতম। এছাড়াও ম‍্যারাথন দৌড়াতেও বেশ পছন্দ করেন তিনি। সেই ছবিও শেয়ার করেন সোশ‍্যাল মিডিয়ায়। কাজলও তাঁকে ফলো করেন ইনস্টাগ্রামে।

X