বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন ধরে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসছে কাজল আগরওয়ালের নাম। সম্প্রতি সিঙ্গাপুরের মাদাম তুসোর মিউজিয়ামে স্থান পেয়েছে কাজলের মোমের মূর্তি। সেই ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছেন কাজল। এদিকে অভিনেত্রীর কেরিয়ারও বেশ চলছে। সব মিলিয়ে খোশ মেজাজেই রয়েছেন কাজল।
তবে গ্ল্যামার জগতে বিতর্ক কখনওই পিছু ছাড়ে না তারকাদের। যে কাজই করুন কেন তাঁরা সেই নিয়ে বিতর্ক সমালোচনার মুখে পড়তেই হবে তাঁদের। ঠিক এমনটাই হয়েছে কাজলের সঙ্গে। সোশ্যাল মিডিয়ায় তাঁর পোস্ট করা বেশ কিছু ছবি নিয়ে শুরু হয়েছে সমালোচনা। বেশ কিছুদিন আগে মলদ্বীপ ঘুরতে গিয়েছিলেন কাজল। সঙ্গে ছিল তাঁর বোন। ভ্যাকশনের প্রচুর ছবি নিজের ইনস্টা হ্যান্ডেলে শেয়ার করেছিলেন তিনি। এবার সেই ছবিগুলি নিয়েই শুরু হয়েছে বিতর্ক। সুইমিং পুলের জলে বিকিনি পরে ছবি শেয়ার করেছিলেন তিনি। পুরোনো ছবিগুলি নিয়েই অসন্তোষ দেখা দিয়েছে নেটিজেনদের মধ্যে।
https://www.instagram.com/p/B6XinLIH8-J/?utm_source=ig_embed
কাজলের বিকিনি পরে ছবি তোলা নিয়ে বেশ কটু মন্তব্য করেছেন নেটিজেনদের একাংশ। স্নান করার ছবি সোশ্যাল মিডিয়ায় কেন দিয়েছেন সেই নিয়ে অভিনেত্রীকে তীব্র আক্রমণ করেছেন তাঁরা। আবার একাংশ প্রশংসাও করেছেন কাজলের। অনেকে মন্তব্য করেছেন যে, কারও সম্পর্কে এধরনের কটু মন্তব্য করা উচিত নয়। তবে এখনও এই বিষয়ে এখনও মুখ খোলেননি কাজল আগরওয়াল।
https://www.instagram.com/p/B6XivqMHO6z/?utm_source=ig_embed
প্রসঙ্গত, এই মুহূর্তে কমল হাসানের সঙ্গে ইন্ডিয়ান টু ছবিতে অভিনয় করছেন কাজল। এছাড়াও একটি হিন্দি ছবিতেও দেখা যাবে তাঁকে। পাশাপাশি শোনা যাচ্ছে নাগার্জুন-কাজল জুটিকেও খুব শীঘ্রই বড়পর্দায় দেখতে পাওয়া যাবে।