বাংলাহান্ট ডেস্ক: দূর্গাপুজো শুধুই উৎসব নয়, বাঙালিদের কাছে আবেগের সমান। বাংলার বাঙালি হোক বা প্রবাসী বাঙালিরা, জাঁকজমকে হেরফের থাকলেও আবেগটা সর্বত্রই এক। মুম্বইতে মুখার্জি বাড়ির পুজোতেও ধরা পড়ল এমনি আবেগের ছবি। দু বছর পর বাড়ির পুজোতে এসে সকলের সঙ্গে দেখা হয়ে চোখের জল সামলাতে পারলেন না কাজল (kajol)।
উত্তর মুম্বইয়ের শশধর মুখার্জির বাড়ির পুজো বেশি পরিচিত রানি কাজলদের বাড়ির পুজো নামে। প্রত্যেক বছর নিয়ম করে পুজোতে অংশ নেন দুই তুতো অভিনেত্রী বোন। অষ্টমীর অঞ্জলি থেকে ভোগ পরিবেশন সবেতেই দেখা যায় তাঁদের। ব্যতিক্রম হল না এ বছরেও। গাঢ় নীল রঙা শাড়ি, স্লিভলেস ব্লাউজে সেজে বাড়ির পুজোয় হাজির কাজল। সঙ্গে ছেলে যুগ দেবগণ।
উপস্থিত ছিলেন কাজলের মা বর্ষীয়ান অভিনেত্রী তনুজা এবং বোন তনিশা। দুই মেয়েকে জড়িয়ে ধরে মা দুগ্গার সামনে দাঁড়িয়ে ছবি তুললেন আরেক মা। কাকা দেব মুখার্জিকেও এদিন দেখা গেল বাড়ির পুজোয়। এতদিন পর সকলকে এক জায়গায় দেখতে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন কাজল।
প্রত্যেক বারের মতো এবারেও বাড়ির পুজোতে যোগ দিয়েছিলেন মুখার্জি বাড়ির আরেক বোন রানি মুখার্জি। হলুদ শাড়ি, লাল ব্লাউজে আদ্যোপান্ত বাঙালি সাজে ধরা দিলেন তিনি। হেভিওয়েট এই পুজোতে ভিড় হয় বলিউডের বহু তারকাদের। এবারে লেন্সবন্দি হলেন অমিত কুমার, শান, জান কুমার শানু এবং অভিনেত্রী সুমনা চক্রবর্তীরা।
পরপর দু বছর ধরে করোনা আবহে পুজো। দেব মুখার্জি আগেই জানিয়েছিলেন, এবারে ভার্চুয়াল মাধ্যমেই পুজো হচ্ছে। যারা যারা মণ্ডপে উপস্থিত থাকবেন সকলকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখার অনুরোধ করা হয়েছে।