বাংলাহান্ট ডেস্ক: নব্বইয়ের দশকের সিনেপ্রেমীদের কাছে কাজল (Kajol) খুবই প্রিয় একজন অভিনেত্রী। কয়েক দশক ধরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। বিগত দশকের প্রায় সব প্রথম সারির অভিনেতাদের সঙ্গেই অভিনয় করে ফেলেছেন তিনি। এখন ধীরে ধীরে তরুণ অভিনেতাদের সঙ্গেও কাজের দিকে ঝুঁকছেন কাজল। সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘ট্রায়াল’। আর প্রথম বারেই নিয়ম ভেঙে এক বড়সড় কাণ্ড ঘটিয়ে বসেছেন অভিনেত্রী।
১৯৯২ সালে ‘বেখুদি’ ছবির হাত ধরে বলিউডে পা রাখেন কাজল। ইন্ডাস্ট্রিতে তিন দশক কাটিয়ে ফেলেছেন তিনি। লম্বা অভিনয় কেরিয়ারে বহু জনপ্রিয় ছবি এবং মনে রাখার মতো চরিত্র উপহার দিয়েছেন কাজল। তবে বেশ কয়েক বছর হল সিনেমার সংখ্যা কমিয়ে দিয়েছেন তিনি। আর এবার অবশেষে ওটিটির দুনিয়ায় পা রাখলেন অভিনেত্রী।
‘ট্রায়াল’ ওয়েব সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাচ্ছে কাজলকে। তাঁর অভিনীত চরিত্রের নাম নয়নিকা সেনগুপ্ত। স্বামী রাজীব সেনগুপ্ত একটি যৌন কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার পর জুনিয়র আইনজীবী হিসেবে আবারো কাজে ফেরে নয়নিকা। ব্যক্তিগত এবং কর্মক্ষেত্রে যে যে জটিল পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁকে, সেটাই উঠে আসবে ওয়েব সিরিজের গল্পে।
এই প্রোজেক্টের জন্য একটি বড়সড় ধামাকা করেছেন কাজল। দর্শক তথা অভিনেত্রীর অনুরাগীদের জন্যও থাকছে বড় সারপ্রাইজ। প্রথম বার ওয়েব সিরিজে ডেবিউ করেই পর্দায় চুম্বন না করার নিয়ম ভেঙে ফেলেছেন কাজল। দীর্ঘ ৩১ বছরে যেটা তিনি করেননি, এবারে সেটাই করে দেখিয়েছেন অভিনেত্রী।
এই ওয়েব সিরিজে শুধু একজনকে নয়, দু দুজনকে চুম্বন করেছেন কাজল। নায়ক যিশু সেনগুপ্তর পাশাপাশি অভিনেতা আলি খানের সঙ্গেও চুম্বন দৃশ্যে অভিনয় করতে দেখা গেল তাঁকে। দৃশ্যদুটি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে দর্শক মহলে।
#Kajol 💥💥 Really Making Use Of Her Whole Experience In This……🎬📽️🍿😋🥵🥶
[MORE TO COME FROM THIS SERIES #TheTrial]#Disney #Hotstar #WebSeries
HD Vertical Video 😍😍 [Color Corrected] pic.twitter.com/Jfri0qi6Mz— Sophie 𝕏 (@real_sophieX) July 14, 2023
প্রথমে শাহরুখ খান, আর এবার কাজল বলিউডের সবথেকে আইকনিক জুটি আলাদা আলাদা ভাবে ভাবলেন ‘নো কিস’ এর কড়া নিয়ম। এ প্রসঙ্গে আলি খান বলেন, একটি পাঁচতারা হোটেলে শুটিং হয়েছিল ওই দৃশ্যের। অস্বস্তির কথা মাথায় রেখে পরিচালক তাঁদের এও জিজ্ঞেস করেছিলেন যে তাঁরা সেটে কম লোক চান কিনা।
তবে আলি জানান, তাঁরা একাধিকবার দৃশ্যটি অনুশীলন করে নিয়েছিলেন, তাই অভিনয়ের সময়ে কোনো অস্বস্তি বা জড়তা ভাব ছিল না। কাজলের তরফেও কোনো অভিযোগ আসেনি। প্রসঙ্গত, ট্রায়াল সিরিজে কাজল, যিশু এবং আলি ছাড়াও রয়েছেন কুবরা সইত, শিবা চাড্ডা, গৌরব পাণ্ডের। ডিজনি প্লাস হটস্টারে দেখা যাচ্ছে ট্রায়াল।