বাংলাহান্ট ডেস্ক: বলিউডের স্টারকিডস, এক সম্পূর্ণ নতুন প্রজন্ম যারা ইন্ডাস্ট্রিতে পা রাখার আগেই জনপ্রিয়তার চূড়ায়। এখনো কেরিয়ার শুরু করতে পারেননি, বেশিরভাগই পড়ছেন বিদেশে। কিন্তু তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখে চমকে উঠতে হয়। এদের মধ্যে আবার কাজল (Kajol) এবং অজয় দেবগন (Ajay Devgan) কন্যা নাইসা দেবগণ (Nysa Devgan) বিশেষ ভাবে জনপ্রিয়। মূলত তাঁর পার্টির ছবি, ভিডিওর দৌলতেই সোশ্যাল মিডিয়ায় চর্চিত তারকাদের তালিকায় থাকেন তিনি।
বিদেশে পড়াশোনা করছেন নাইসা। যদিও তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টগুলি দেখে বোঝা মুশকিল, পার্টি করে পড়াশোনার ফুরসত কখন পান তিনি! সম্প্রতি মুম্বইয়ের একটি অভিজাত রেস্তোরাঁয় পার্টি করতে দেখা যায় আরিয়ান খান, সুহানা খান, অনন্যা পাণ্ডে, শানায়া কাপুর এবং নাইসাকে।
সেই এলিট ক্লাস পার্টির বেশ কিছু ছবি, ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ভিডিওতে নাইসাকে পার্টি থেকে বেরোতে দেখা যায়। একটি ছোট্ট গোলাপি শর্ট ড্রেসে দেখা মেলে তাঁর। গাড়ি থেকে নেমে পার্টিতে ঢোকার আগে পর্যন্ত ঠিকই ছিলেন তিনি। পাপারাৎজির দিকে তাকিয়ে হাসতেও দেখা যায় তাঁকে। কিন্তু পার্টি থেকে বেরোনোর সময়েই দেখা যায় উলটো চিত্র।
মেকআপ ঘেঁটে, লিপস্টিক মুছে একাকার কাণ্ড নাইসার। ঠিকমতো হাঁটতেও পারছেন না তিনি। রীতিমতো টলতে দেখা যায় তাঁকে। ভিডিও ভাইরাল হতেই ট্রোল করতে ঝাঁপিয়ে পড়েছেন নেটিজেনদের একাংশ। একজন লিখেছেন, এত কম বয়সেই মাতাল তৈরি হচ্ছে স্টারকিডরা। আবার কারোর বক্তব্য, অজয় এবং কাজল দুজনেই এত বড় তারকা, নিজেদের যোগ্যতায় এই জায়গায় পৌঁছেছেন তাঁরা। আর তাঁদের মেয়ে হয়ে নাইসা এভাবে নষ্ট করছেন তাঁদের মানসম্মান।
নাইসার বিরুদ্ধে এমন অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মদ্যপ অবস্থায় দেখা মিলেছে তাঁর। বিদেশে সর্বক্ষণ পার্টি করার অভিযোগেও বিদ্ধ হয়েছেন নাইসা। পালটা মেয়ের হয়ে ট্রোলারদের বিরুদ্ধে মুখ খুলেছেন অজয় কাজল। মেয়ের পাশে শক্ত ঢাল হয়েই দাঁড়াতে দেখা গিয়েছে তাঁদের বরাবর।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার