বাংলা হান্ট ডেস্কঃ বাংলাকে বঞ্চনার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে ফের গর্জে উঠল তৃণমূল। যদিও এর আগেও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে গর্জে উঠেছিল বাংলার শাসক দল। বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বরাবরই অভিযোগ করে এসেছেন যে, কেন্দ্র সরকার বাংলাকে কেন্দ্রীয় প্রকল্পের জন্য কোন টাকা দিচ্ছে না। এবার এই একই সুরে সুর মেলালেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali ghosh dastidar)।
লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন কাকলি ঘোষ দোস্তিদার (Kakali ghosh dastidar)
লোকসভায় ফের একবার বাংলাকে বঞ্চনার ইস্যু তুলে সরব হলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার (Kakali ghosh dastidar)। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীন রাজ্যের প্রাপ্য অর্থ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, “এখনও বাংলার গরিব মানুষ একশো দিনের কাজের টাকা পাননি। সেই বকেয়ার অঙ্ক প্রায় সাত হাজার কোটি টাকা। এতবার পর্যবেক্ষক দল গিয়েছে, রিপোর্ট দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কেন টাকা মঞ্জুর হচ্ছে না?”
তাঁর প্রশ্নের জবাবে উঠে দাঁড়ান পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং। প্রথমেই তিনি বলেন, এই দফতর আসলে শিবরাজ সিং চৌহানের অধীনে। এরপর কটাক্ষের সুরে মন্তব্য করেন, “বাংলা চলে আলাদা নিয়মে। দেশের নিয়ম মানে না তারা। আগে সবার জন্য যে নিয়ম আছে তা চালু করুন, তাহলেই বাংলা পাবে টাকা।”
এই বক্তব্যকে অত্যন্ত অপমানজনক বলেই মনে করেন কাকলি (Kakali ghosh dastidar)। সংসদ অধিবেশন শেষে বাইরে বেরিয়ে তিনি বলেন, “বাংলার জন্য যারা লড়ছেন, যারা নিয়ম মেনে সব কিছু করছে, তাদের এভাবে অপমান করা একেবারেই ঠিক নয়। আমি কেন্দ্রীয় মন্ত্রীকে বলেছিলাম, আপনি যে শর্ত দিয়েছেন, সেগুলো মেনে নেওয়ার পরও কেন টাকা বন্ধ? অথচ উনি উল্টে বলেন, বাংলায় অন্য আইন চলে। তাই বাংলা টাকা পাবে না। এটা সরাসরি রাজ্যের প্রতি অবজ্ঞা।”
আরও পড়ুনঃ আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় উঠে এল বিশেষ এই ব্যক্তির নাম, সাক্ষী আসতেই চমকে গেল সবাই
সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakali ghosh dastidar) আরও অভিযোগ করে বলেন যে, প্রধানমন্ত্রী বারবার বলেন বাংলা দেশের অংশ, অথচ কেন্দ্রীয় দফতরগুলি এমন ব্যবহার করছে যেন বাংলা আলাদা দেশ! তৃণমূলের দাবি, এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন চলবে।