সব দল টাকা নেয়, তাই আমিও নিয়েছি! নারদা কান্ডে বিস্ফোরক স্বীকারোক্তি সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের

বাংলা হান্ট ডেস্ক: মহালয়ার দিন উত্তর ২৪ পরগনার একটি হাসপাতালে স্পেশাল ইউনিট উদ্বোধন করতে এসে নারদ কান্ড নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এদিন তিনি বলেন, আসলে কিছু মানুষ একটি রাজনৈতিক দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। নির্বাচন লড়তে সব দলই টাকা নেয়, তাই আমিও তাই করেছি। আমি চাঁদের হিসেবে ওই টাকা নিয়েছি আমার কাছে তার যথাযথ প্রমাণ পত্র রয়েছে।

উত্তর ২৪ পরগনার বারাসাতে সেখানকার সংসদ কাকলি ঘোষ দস্তিদার একটি হাসপাতালে র ব্লাড ব্যাংকের নতুন একটি ইউনিট উদ্বোধন করতে এসেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার সুব্রত মন্ডল ও জেলাশাসক চৈতালি চক্রবর্তী। হাসপাতালে কর্তৃপক্ষ থেকে জানানো হয় ইউনিটের মাধ্যমে রক্ত সংকট এর চাহিদা মিলবে।

images 38

অন্যদিকে নারদা কাণ্ডে গত শুক্রবার বিজেপি নেতা মুকুল রায়কে তলব করা হয়। যদিও তিনি বলেন তিনি ব্যস্ত থাকায় শুক্রবার হাজিরা দিতে পারবেন না। মুকুল রায় বলেন ” দলের কার্যনির্বাহী সভাপতি জেপি নাড্ডা কলকাতায় থাকায় এদিন যেতে সমস্যা হবে। কাল তর্পণ শেষ হওয়ার পর যখন ডাকবে তখনই যাব।”

এর আগেও দফায় দফায় জেরা করা হয়েছিল মুকুল রায়কে। কিন্তু এবার বেশি সময় দিতে চাননি গোয়েন্দারা। শনিবারে মুকুল রায় কে সিবিআই অফিসার আবারো ডেকে পাঠানো হয়।

মুকুল রায় দিন দাবি করেন, তিনি তৃণমূল নেতাদের মতো নন। নারদা কাণ্ডে তাকে যতবার অফিসের হাজিরা দিতে বলা হয়েছে তিনি ততবার হাজিরা দিয়েছেন। মির্জাকে গ্রেফতার করার পরই মুকুল রায়কে দফায় দফায় জেরা করা হচ্ছে। মনে করা হচ্ছে মুকুল রায় এবং মির্জাকে সামনাসামনি বসিয়ে জেরা করা হবে। তবে আজ কাকলি ঘোষ দস্তিদার বিস্ফোরক মন্তব্যের জন্য তৃণমূল কিছুটা অস্বস্তিতে পড়েছে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

সম্পর্কিত খবর