কুলভূষন মামলায় ভারতের চাপে কোনঠাসা ইমরান সরকার

 

অমিত সরকার ঃ

পাকিস্তানের বিদেশমন্ত্রকের মুখপাত্র ডক্টর মহম্মদ ফয়সালের সরকারি টুইটার হ্যান্ডলে লেখা হয়েছে, কুলভূষণ যাদবকে ২ সেপ্টেম্বর কনস্যুলার অ্যাকসেস দেওয়া হবে।

২০১৬ -এর ৩ মার্চ ,ইরান থেকে পাকিস্তানে ঢোকার পর গুপ্তচরবৃত্তি ও সন্ত্রাসবাদী কার্যকলাপের অভিযোগে বালুচিস্তান প্রদেশ থেকে কুলভূষণকে গ্রেফতার করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।তার পর ২০১৭-র এপ্রিলে ,কুলভূষণ যাদবকে মৃত্যুদণ্ড দেয়পাকিস্তানের সামরিক আদালত। ওই সময় ভারতের তরফে জানানো হয়, নৌবাহিনী থেকে অবসর নেওয়ার পর ইরানে ব্যবসায়িক কাজে গিয়েছিলেন কুলভূষণ।

imran khan sad 696x385

সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়। কনস্যুলার অ্যাকসেস-এর পাশাপাশি কুলভূষণেরমৃত্যুদণ্ডের আদের পুনর্বিবেচনার নির্দেশও দেয় আন্তর্জাতিক ন্যায় আদালত।২ অগস্ট কুলভূষণ যাদবের সঙ্গে ভারতীয় অফিসারদের বৈঠকে গোপনীয়তা প্রশ্নে দিল্লি ও ইসলামাবাদের মধ্যে দর কষাকষি চলে


সম্পর্কিত খবর