মিলে গেল কালীঘাটের কাকুর কণ্ঠস্বর! কার নাম উঠে এল? নিয়োগ দুর্নীতি মামলায় বিরাট তথ্য ED-র

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়। যে কালীঘাটের কাকু (Kalighater Kaku) ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রর (Sujoy krishna Bhadra) কণ্ঠস্বরের নমুনা নিয়ে এত টালবাহানা এবার সেই রিপোর্টই ইডির হাতে। সূত্রের খবর, কাকু’র কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রায় সাড়ে তিন মাস পর এবার অবশেষে কলকাতা হাই কোর্টে তার ফরেন্সিক রিপোর্ট পেশ করতে চলেছে ইডি (Enforcement Directorates)।

ইডি সূত্রে এও দাবি করা হয়েছে, সংগৃহীত নমুনা ও সুজয়কৃ্ষ্ণ ভদ্রর কণ্ঠস্বর একেবারে মিলে গিয়েছে। লোকসভা ভোটের মধ্যেই মারাত্মক দাবি করে ইডি জানিয়েছে, ফরেন্সিক রিপোর্টে মোবাইল ফোন থেকে সংগৃহীত ভয়েস ক্লিপিং-এর সঙ্গে হুবুহু মিলে গিয়েছে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বর।

ইডি সূত্রে খবর, আগামী ২২ এপ্রিল, সোমবারই সেই রিপোর্ট জমা দিতে চলেছে তারা। এরই মাঝে নিয়োগ দুর্নীতির সাথে কালীঘাটের কাকুর যোগ নিয়ে সরব হয়েছে বিজেপি। এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, ‘ভাইপোর কপালে দুঃখ আছে’! অন্যদিকে সাংবাদিকদের প্রশ্নে গতকাল অভিষেক বলেন, ‘‘যার সঙ্গে (সুজয়কৃষ্ণের) কথা হয়েছিল, তাকে ইডি গ্রেফতার করেছে কী?’’

প্রসঙ্গত, এই সুজয়কৃষ্ণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের কর্মচারী ছিলেন বলে নিজেই জানিয়েছিলেন অভিষেক। এদিকে গ্রেফতারির আগে এক সাক্ষাৎকারে অভিষেককে ‘সাহেব’ বলেও সম্বোধন করেন সুজয়কৃষ্ণ। নিয়োগ দুর্নীতি মামলায় গতবছর ইডির হাতে গ্রেফতার হন কালীঘাটের কাকু।।
গ্রেফতার হওয়ার পর থেকেই কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে বিরাট টানাপোড়েন চলেছিল।

kaku ed

আরও পড়ুন: মানবিক কলকাতা হাই কোর্ট! বেআইনি নির্মাণ মামলায় বিরাট নির্দেশ বিচারপতি সিনহার

বহু মাসের শত চেষ্টার পরও কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি। এরপর গত ৪ জানুয়ারি কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার কড়া নির্দেশের পর মধ্যরাতে এসএসকেএম থেকে কাকুকে জোকার ইএসআই হাসপাতালে নিয়ে গিয়ে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেন তদন্তকারীরা। সোমবারই সেই রিপোর্টই আদালতে পেশ করতে চলেছে ইডি। এরপর এই মামলা কোন মোড় নেয় সেটাই দেখার।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর