বাংলা হান্ট ডেস্ক: পুজো আসতে বাকি মাত্র আর ১৫ দিন। ইতিমধ্যে সকলেই কেনাকাটা করা শুরু করে দিয়েছেন। পাশাপাশি অনেকে কোথায় ঘুরতে যাবেন সেই জায়গাও ঠিক করে ফেলেছেন। এবার আপনি যদি পুজোর সময় উত্তরবঙ্গ ঘুরতে যান। তাহলে সবুজে মোড়া ডুয়ার্সের হাতছানি অথবা দার্জিলিং এর কথা ভাববেন। কিন্তু উত্তরবঙ্গের এই দুটি জায়গা বাদেও যেতে পারেন কালিংপং (Kalimpong) এর এই দুটি অচেনা গ্রামে। যেখানে গেলে প্রাকৃতিক নির্জনতা আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারবেন।
পুজোর ছুটিতে ছোট্ট ট্রিপ! কালিম্পংয়ের গ্রামেই মিলবে অজানা সৌন্দর্য (Kalimpong)
মাইরুং গাঁও: কালিম্পং (Kalimpong) এর ছোট্ট একটি গ্রাম মাইরুং গাঁও। শহরের কোলাহল থেকে মুক্তি পেতে যেতে পারেন আপনি মাইরুং গাঁও। পাহাড়ের কোলে এই গ্রামে গেলে আপনার সময় এমনি কেটে যাবে। পাশাপাশি ভুলে যাবেন সমস্ত চিন্তা। এখানে আসলে আপনি হোম স্টে পাবেন। আর চাইলে এই গ্রামটি আপনি হেঁটে ঘুরতে পারেন। আর গাড়ি যদি থাকে তাহলে এই গ্রামে চার-পাঁচটা ঘুরে দেখতে পারেন। মাইরুং গাঁওতে ঘুরতে আসলে আপনি ঘুরতে পারেন ডুকা ভ্যালি, ডুকা ফল্স, ডেলো পার্ক প্রমুখ।
আরও পড়ুন: সুপারফুড নয়, বিষ! কারা অ্যাভোকাডো খেলে বিপদ ডেকে আনতে পারেন, চিকিৎসকদের মতামত
কীভাবে যাবেন কোথায় থাকবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি রিজার্ভ করে চলে আসুন মাইরুং গাঁও। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় ৯৫ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এছাড়াও আপনি এখানে কালিম্পং (Kalimpong) থেকেও আসতে পারেন। কালিম্পং থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি। এখান থেকে গাড়ি রিজার্ভ করে ঘুরে দেখতে পারেন চারিদিক। এর পাশাপাশি এখানে থাকার জন্য দশটি হোমস্টে রয়েছে। তিন বেলা খাওয়া ও থাকা নিয়ে মাথাপিছু ১৫০০ থেকে ২০০০ টাকা লাগবে।
ফিক্কেল গাঁও: কালিম্পং থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামটি। এখনো ভাবে সেই ভাবে জনপ্রিয়তা পায়নি ফিক্কেল গাঁও। তবে এখানে আসলে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নিতে বাধ্য। এছাড়াও এই গ্রামের মধ্যে রয়েছে একটি ছোট্ট মনাস্ট্রি। এখানে গেলে পরে আপনি সিকিম, দার্জিলিং ও কালিংপং এর পাহাড় দেখতে পাবেন। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখতে পাবেন। ফিক্কেল গাঁও এলে অবশ্যই ঘুরে দেখবেন মর্গান হাউস, সেভেন মাইল, দূরপিন মনাস্ট্রি ইত্যাদি জায়গা।
কীভাবে যাবেন কোথায় থাকবেন?
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে নেমে গাড়ি বুক করে চলে আসুন ফিক্কেল গাঁও। নিউ জলপাইগুড়ি থেকে ৮০ কিলোমিটার দূরে এটি অবস্থিত। আপনি কালিংপং থেকেও গাড়ি করে এখানে পৌঁছে যেতে পারেন। তবে এই গ্রামে হাতেগোনা কয়েকটি হোমস্টে রয়েছে। তাই এখানে আসার আগে আগের থেকে বুক করে আসা ভালো।