অজানা পাহাড়ি গ্রামে হারিয়ে যেতে চান! তাহলে শীতের ছুটি কাটাতে পরিবারের সঙ্গে ঘুরে আসুন ডুকা ভ্যালি

Published on:

Published on:

Kalimpong nature mountains and peace Duka Valley hidden paradise
Follow

বাংলা হান্ট ডেস্ক: সকালবেলা হোক বা রাতের বেলা শীতের হালকা ঠান্ডা আর আমেজ শরীরে ছোঁয়া পড়ছে। এবার এই কোথাও না কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করে। আর ঘুরতে যাওয়ার কথা বললেই সবার আগে মাথায় আছে উত্তরবঙ্গের কথা। তবে উত্তরবঙ্গ বলতে শুধুমাত্র যে দার্জিলিং অথবা সিকিম তা কিন্তু নয়। আপনি যেতে পারেন কিছুটা অফ বিট গ্রামে। আর এই অফ্ভিদ গ্রাম গুলির মধ্যে অন্যতম একটি জায়গা হল কালিংপং (Kalimpong) এর ডুকা ভ্যালি। এখানে গেলে আপনি প্রাকৃতিক পরিবেশ মন ভরে উপভোগ করতে পারবেন।

প্রকৃতি, পাহাড় ও শান্তি—ডুকা ভ্যালি, কালিম্পংয়ের লুকিয়ে থাকা স্বর্গ (Kalimpong)

কালিংপং এর একটি অফ বিট গ্রাম ডুকা ভ্যালি। যদিও কালিম্পং (Kalimpong) এর এই ভ্যালি উত্তরবঙ্গের একটি অত্যন্ত মনোরম ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জায়গা। এখানকার সুন্দর পরিবেশ ও বিচিত্র বন্যপ্রাণী পর্যটকদের মন কাটতে বাধ্য। তাছাড়া এই ঢুকা ভ্যালি কালিম্পং গ্রামের অবস্থিত। যা সমুদ্রপৃষ্ঠ থেকে ১০০০-১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত রয়েছে।

 Kalimpong nature mountains and peace Duka Valley hidden paradise

আরও পড়ুন: বিয়ের মরশুমে খুশির খবর! লক্ষ্মীবারে খানিকটা কমল সোনার দাম, জানুন আজকের রেট

মূলত এটি লাভা ও পেডিং এর ঠিক মাঝখানে অবস্থিত। পাহাড়ের বাগদন্ডী পথ ধরে যত ওপরে উঠবেন আপনাকে নির্জনতা ও প্রাকৃতিক পরিবেশ ঘিরে ধরবে। আর তার মাঝি আপনি পৌঁছে যাবেন ডুকা ভ্যালি। এই নিরিবিলি গ্রামে আপনি শুনতে পাবেন পাখিদের কোলাহল ও ছাগে জলপ্রপাতের।

এই জায়গায় আসার আদর্শ সময় হলেও শীতকাল। কারণ এখানে ঠান্ডা থাকলেও একেবারে আকাশ পরিস্কার থাকে। তাই এখানে ঘুরতে যেতে কোন সমস্যা হয় না। পাশাপাশি ডুকা ভ্যালি ঘুরতে আসলে আপনি ঘুরতে যেতে পারেন, তেন্দ্রাবং, মাইরুং গাঁও, রিকিসুম, ফতেমা গাঁওয়ের মতো জায়গা। এ ছাড়া ঘুরে নিতে পারেন লাভা, লোলেগাঁও, রিশপ ইত্যাদি জায়গায়।

কীভাবে যাবেন ও কোথায় থাকবেন?

শিয়ালদহ থেকে উত্তর বঙ্গগামী ট্রেনে চেপে অথবা বাসে করে পৌঁছে যান শিলিগুড়ি বা নিউ জলপাইগুড়ি। তারপর সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছিয়ে যান কালিংপং (Kalimpong) এর ডুকা ভ্যালি। এছাড়াও শিলিগুড়ি থেকে বাসে দার্জিলিং হয়েও আপনি এখানে যেতে পারেন। তাছাড়া এখানে থাকার জন্য বেশ কিছু ছোট ছোট হোটেল ও হোম স্টে রয়েছে। তবে পরিবার নিয়ে আসলে পরে আগের থেকে বুকিং করে আসা শ্রেয়।