ঠান্ডা আবহাওয়া, কুয়াশায় মোড়া পাহাড় আর প্রকৃতির অমলিন রূপ বেড়াতে চান? রেশমগাঁও হতে পারে সেরা গন্তব্য

Published on:

Published on:

Kalimpong visit Reshamgaon in november and experience the beauty of nature
Follow

বাংলা হান্ট ডেস্ক: উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে শীত পড়তে শুরু করেছে। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং অথবা ডুয়ার্সে ইতিমধ্যে ঠান্ডা পড়তে শুরু করে দিয়েছে। এবার এই শীতের মরশুমে আপনার মন চাইছে পাহাড়ি কোথাও ঘুরতে যেতে। কিন্তু কোথায় ঘুরতে যাবেন সেটাই ঠিক করে উঠতে পারেননি। তাহলে আসন্ন শীতে ঘুরে আসতে পারেন কালিম্পং (Kalimpong) এর একটি ছোট্ট জনপদ রেশমগাঁও।

পাহাড় ডাকছে! নভেম্বরে রেশমগাঁও ঘুরে দেখুন প্রকৃতির রূপ (Kalimpong)

কালিম্পং (Kalimpong) শহর থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রেশম গাঁও। এই গ্রাম রেশম চাষের জন্য বিখ্যাত। পাশাপাশি আপনি যদি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে চান তাহলে নিরিবিলিতে কয়েকটা দিন এইখানে কাটিয়ে যেতে পারেন।

 Kalimpong visit Reshamgaon in november and experience the beauty of nature

আরও পড়ুন: রান্নার আগে ডিম ধোবেন কি না, এই প্রশ্নের উত্তর জানলেই বদলাবে অভ্যাস

এখানে আসলে পরে আপনি প্রাণ ভরে প্রাকৃতিক পরিবেশ একদিকে যেমন উপভোগ করবেন। অপরদিকে, পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে। রাত্রি হলে পরিবেশ চুপচাপ উপভোগ করার সুযোগ রয়েছে। এছাড়াও এই গ্রামের এক প্রান্তে রয়েছে নানা শাখা প্রশাখা।

শীতকালে রেশম গাঁও আসলে অবশ্যই পর্যাপ্ত পরিমাণের গরম পোশাক নেবেন। কারণ এখানে নভেম্বর ও ডিসেম্বরে বেশ ঠান্ডা পড়ে। আর আপনার কপাল যদি ভালো থাকে এখান থেকেই আপনি কাঞ্চনজঙ্ঘা কে স্পষ্টভাবে দেখতে পাবেন। আক্ষরিক অর্থে সাইডসিনের মতন এখানে বিশেষ কিছু জায়গা নেই। তবে কয়েক দিন প্রকৃতির সান্নিধ্যে থাকতে হলে এখানে একবার আসতেই পারেন।

কীভাবে যাবেন, কোথায় থাকবেন?

কলকাতা থেকে যে কোন ট্রেনে করে নিউ জলপাইগুড়ি চলে আসুন। সেখান থেকে গাড়ি ভাড়া নিয়ে কালিম্পং হয়ে পৌঁছে যান রেশমগাঁও। তারপর সেখানে বেশ কিছু হোমস্টে রয়েছে। আপনি ওইখানে থাকতে পারেন। তবে আগের থেকে বুকিং করে আসা ভালো (Kalimpong)।