বাংলা হান্ট ডেস্ক: পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। পাশাপাশি তোড়জোড় শুরু হয়ে গিয়েছে ঘুরতে যাওয়ার জায়গা বাছার। কিন্তু বুঝতে পারছেন না যাবেটা কোথায়? কাছে পিঠে ঘুরে আসতে পারেন কালিম্পং (Kalimpong) থেকে। কালিম্পংয়ের কোলে নির্জন পরিবেশে অবস্থিত কাফেরগাঁও (Kaffergaon)।
কালিম্পংয়ের এই অজানা গ্রাম ঘুরে দেখুন (Kalimpong)
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হচ্ছে বৃষ্টি। আর এমন অবস্থায় পাহাড়ে যেতে কার না মন চায় বলুন। তবে ছুটি পাচ্ছেন না আপনি। এমনকি সামনেই পুজো। তো হাতে সময় নিয়ে পরিবার, প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবদের সঙ্গে ঘুরে আসতে পারেন কালিম্পংয়ের (Kalimpong) কাফেরগাওঁ (Kaffergaon) থেকে।
এখানে রয়েছে সবুজে ঢাকা পাহাড়। মূলত কালিম্পংয়ের গা ঘেঁষে গড়ে উঠেছে এই ছোট্ট গ্রামটি। এর পাশেই রয়েছে ঘন পাইনের জঙ্গল। আর দূরে হাতছানি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা। বছরখানেক আগেও এই জায়গাটায় পর্যটকদের কাছে অচেনা ছিল। বর্তমানের সোশ্যাল মিডিয়ায় জায়গাটি ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পর থেকে সারা বছর ধরেই এখানে আনাগোনা লেগে রয়েছে পর্যটকদের।
এখানে ভোরবেলা ঘুম ভাঙলে কাঞ্চনজঙ্ঘার দর্শন পাবেন। তবে কাফেরগাঁওয়ের সূর্যাস্ত মিস করবেন না। পাহাড়ের কোলে যখন সূর্য অস্ত যায়, তখন কাফেরগাঁওকে আরও মায়াবী দেখায়। এমনকি সন্ধে নামার সঙ্গে দূরের পাহাড়ে জ্বলে ওঠে আলো। আকাশে মিটমিট করতে থাকে তারা। পাশাপাশি কাফেরগাঁওয়কে স্মরণীয় করে রাখতে করতে পারেন বনফায়ার।
কীভাবে যাবেন কালিম্পংয়ের কাফেরগাওঁ?
শিয়ালদহ অথবা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি নামতে পারেন। তবে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাফেরগাওঁয়ের দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। তাই ভালো নিউ মাল স্টেশনে নামা। ওখান থেকে কাফেরগাওঁয়ের দূরত্ব মাত্র ৩ ঘন্টা। এবার নিউ মাল স্টেশন থেকে কালিম্পং শেয়ার গাড়িতে আসুন। কালিম্পং থেকে কাফেরগাওঁ যাওয়ার গাড়ি পেয়ে যাবেন। আপনাদেরকে বলে রাখি এখানে হোমস্টের সংখ্যা কম। তাই আগের থেকে বুক করে আসাই ভালো।
আরও পড়ুন: বর্ষাকাল একেবারে জমে যাবে! বাড়িতে এইভাবে রাঁধুন ইলিশের এই পদটি, রইল রেসিপি
কী কী ঘুরে দেখবেন?
কালিম্পং (Kalimpong) শহর থেকে ৪৫ কিলোমিটার দূরে অবস্থিত কাফেরগাঁও। এইখান থেকে সহজেই ঘুরতে যাওয়ার যায় লাভা-লোলেগাঁও, ঝান্ডিদারা, লাভা, চারকোল, কোলাখাম, পাবং, রিশপ।