কালীপুজোর থিমে এবার “অপা”র টাকা উদ্ধারের কাহিনী, কোচবিহারের এই ছোট্ট পুজো নজর কাড়ল সবার

বাংলাহান্ট ডেস্ক : কিছুদিন আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় এর ফ্ল্যাট উদ্ধার হয়েছিল কোটি কোটি টাকা। তা নিয়ে কম বিতর্ক হয়নি। এবার সেই বিতর্কিত ঘটনা জায়গা পেল পুজোর থিমে। কালীপুজোয় কোচবিহারের মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের ১২০ জামালদহ বালাপুকুরি গ্রামে পুজোয় থিম পার্থ – অর্পিতার টাকা উদ্ধারের কাহিনী।

বালাপুকুরি গ্রামের বাঘাযতীন সঙ্ঘে কালীপুজো খুব ছোট করে আয়োজন করা হয়। এই গ্রামের পুজোয় প্রতিবছরই থাকে কোনো না কোনো চমক। এবারও বজায় আছে সেই ধারা। প্রত্যন্ত গ্রামের এই ছোট্ট কালী পুজোটি এখন অনেকের কাছেই আকর্ষণের কেন্দ্রবিন্দু। পুজো মন্ডপে গেলে দেখা যাচ্ছে মণ্ডপের বাইরে সাজানো হয়েছে নকল ৫০০ ও ২০০০ টাকার নোট দিয়ে।

এত কিছু থাকতে হঠাৎ এই রকম থিম কেন? বিষয়টি নিয়ে এক ক্লাব সভ্য জানিয়েছেন, “আমাদের এই পুজো ছোট করে হলেও প্রতিবছরই আমরা কোন না কোন বিষয় নিয়ে থিম করে থাকি। এবার চারদিক থেকে দেখছি টাকা উদ্ধার হচ্ছে। কারোর বাড়িতে টাকা উদ্ধার হচ্ছে আবার কারোর ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে। তাই আমাদের ক্লাব সিদ্ধান্ত নেয় যে এবারের কালীপুজোয় টাকার পাহাড়কেই থিম করা হবে। ”

jpg 20221024 105924 0000

এই বিষয়টি নিয়ে যদিও কিছু বিশেষ বলতে চাননি স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশ চন্দ্র অধিকারী। এই ব্যাপারে মেখলিগঞ্জের বিজেপি নেতা দধিরাম রায় জানিয়েছেন, এইসব বিষয় থিমের মধ্যে অনলে মানুষ আরো সচেতন হবেন।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর