বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুমে পরপর পুজো পার্বণে মেতে রয়েছে বাংলার মানুষ। দুর্গাপুজোর পর কালীপুজোও উদযাপন করেছে বাংলার মানুষ। অনেক জায়গাতেই কালীপুজোয় ‘কারণবারি’ (Alcohol) অপরিহার্য। শক্তির আরাধনায় এই জিনিসটি অনেক জায়গাতেই গুরুত্বপূর্ণ বলে মানা হয়। আর এবার তাই কালীপুজোর দিন মদের (Alcohol) বিক্রিও হল রেকর্ড পরিমাণ। শুধুমাত্র একদিনেই প্রায় ৮ কোটি টাকার মদ বিক্রি করেছে রেকর্ড গড়েছে পূর্ব মেদিনীপুর।
কালীপুজোর রাতে মদ (Alcohol) বিক্রির রেকর্ড
একে তো কালীপুজো, তায় লম্বা ছুটিতে উৎসবের মেজাজ সর্বত্র। সপ্তাহান্তের পর সোমবার কালীপুজোর ছুটির জন্য টানা ছুটি পাওয়া গিয়েছিল। ফলত পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমণি, তাজপুরে নেমেছিল পর্যটকদের ঢল। ঢালাও বিক্রি হয়েছে মদ। শুধুমাত্র কালীপুজোর রাতেই ৮ কোটি টাকার রেকর্ড মদ (Alcohol) বিক্রি হয়েছে এই জেলায়।
কত লিটার মদ বিক্রি হয়েছে: মোট ২৮৮ টি মদের দোকান রয়েছে পূর্ব মেদিনীপুরে। তবে বিক্রির ক্ষেত্রে দেশি মদ (Alcohol) এগিয়ে রয়েছে বলেই খ্বয্রয সূত্রের। জেলা আবগারি দপ্তর সূত্রে খবর, দেশি মদ বিক্রি হয়েছে ৭৪৫৩৭.১৩ লিটার। আর বিদেশি মদের (Alcohol) বিক্রি হয়েছে ৫০৯০১.৫০ লিটার। ৪৯০১১.৪৩ লিটার বিয়ার বিক্রি হয়েছে এদিন।
আরও পড়ুন : তারকা বলে ‘ভিআইপি পরিষেবা’? লাইনে না দাঁড়িয়ে বড়মার সামনে বসে পুজো দিয়ে তুমুল ট্রোলড শুভশ্রী
দুর্গাপুজোর থেকেও বেশি বিক্রি: রিপোর্ট বলছে, এই জেলায় ১ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত মোট ১০৪ কোটি টাকার মদ (Alcohol) বিক্রি হয়েছে। তবে কালীপুজোর রাতে যত পরিমাণ মদ বিক্রি হয়েছে তা কার্যত ছাপিয়ে গিয়েছে দুর্গাপুজোর চারদিনের বিক্রিকেও। ওই চারদিন পূর্ব মেদিনীপুরে প্রায় ৩৩ কোটি টাকার মদ (Alcohol) বিক্রি হয়েছে বলে খবর।
আরও পড়ুন : শীতের মুখে বাজারে বড় ইলিশ! ভাইদের পাতে তুলে দিতে কেমন খরচ পড়বে?
আবগারি আধিকারিকরা জানান, গত কয়েকবছরে মদ বিক্রির নিরিখে অনেকটাই এগিয়ে গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। ২০২৩ সালে এই জেলায় মদ বিক্রি হয়েছিল ১৫৭৬ কোটি টাকার। তারপরের বছরই ২০২৪ এর ১ এপ্রিল থেকে ২০২৫ এর ৩১ মার্চ পর্যন্ত পাওয়া হিসাব বলছে, প্রায় ১৭৪০ কোটি টাকার মদ বিক্রি হয়েছে জেলায়।